শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:৩৪ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী শফি উদ্দিনের

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়) প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শফি উদ্দিন (৩৬) নামে এক প্রবাসী। এ মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আহাজারি আর কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও প্রতিবেশীরা। নিহত শফি উদ্দিন উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ১৫ বছর আগে তিনি সৌদি আরবে গমন করেন। সেখানে একটি তেলবাহী লড়ি চালাতেন তিনি।

বড় ভাই শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে আমরা তার মৃত্যুর খবর পাই। গত বুধবার রাতে সৌদি আরবের জেদ্দার আল-বালাদ শহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লড়ি দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শফি উদ্দিনের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এক বছর আগে বাবা দেশে এসেছিলো, আমাদের ভালো রাখতে বাবা আবারও বিদেশে গেলো, অথচ আজ তাকে কফিনে করে ফিরিয়ে আনতে হবে। নিহতের বাড়িতে সকাল থেকে ভিড় জমাচ্ছেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। অনেকেই চোখের জল মুছতে মুছতে বলছেন, শফি খুবই ভালো মানুষ ছিলো। এমন মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন। শফি উদ্দিনের স্বপ্ন ছিলো দেশে ফিরে সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলা ও ছোট একটা ব্যবসা শুরু করা। কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই কফিন বন্দি হলো।

বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শফি উদ্দিন অনেক ভালো ছেলে ছিলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়