শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:৩৪ রাত
আপডেট : ২৪ জুন, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী শফি উদ্দিনের

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়) প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শফি উদ্দিন (৩৬) নামে এক প্রবাসী। এ মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আহাজারি আর কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও প্রতিবেশীরা। নিহত শফি উদ্দিন উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ১৫ বছর আগে তিনি সৌদি আরবে গমন করেন। সেখানে একটি তেলবাহী লড়ি চালাতেন তিনি।

বড় ভাই শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে আমরা তার মৃত্যুর খবর পাই। গত বুধবার রাতে সৌদি আরবের জেদ্দার আল-বালাদ শহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লড়ি দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শফি উদ্দিনের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এক বছর আগে বাবা দেশে এসেছিলো, আমাদের ভালো রাখতে বাবা আবারও বিদেশে গেলো, অথচ আজ তাকে কফিনে করে ফিরিয়ে আনতে হবে। নিহতের বাড়িতে সকাল থেকে ভিড় জমাচ্ছেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। অনেকেই চোখের জল মুছতে মুছতে বলছেন, শফি খুবই ভালো মানুষ ছিলো। এমন মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন। শফি উদ্দিনের স্বপ্ন ছিলো দেশে ফিরে সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলা ও ছোট একটা ব্যবসা শুরু করা। কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই কফিন বন্দি হলো।

বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শফি উদ্দিন অনেক ভালো ছেলে ছিলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়