শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ০১:২৫ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: দৈনিক যায়যায় দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী মারা গেছেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

সূত্রে জানা যায়, কক্সবাজারে দৈনিক যায়যায়দিন পত্রিকার একটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে শুক্রবার বিকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

হেলাল উদ্দিন চৌধুরী দৈনিক আজাদীর সাবেক চিফ রিপোর্টার, দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধানসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মা, স্ত্রী, ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর নামাজে জানাজা শনিবার বাদ জোহর চট্টগ্রাম নগরীর হযরত মিছকিন শাহ(রহ.)মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলার সন্তান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকবিবৃতি প্রদান করা হয়।

এক শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। চট্টগ্রাম প্রেস ক্লাবের উন্নয়নে বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন- হেলাল উদ্দিন চৌধুরী ছিলেন একজন সৎ নির্ভীক ও নিবেদিত প্রাণ সাংবাদিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়