শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৪ মে, ২০২৩, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৩, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

ডোনাল্ড ট্রাম্প

সাজ্জাদুল ইসলাম: নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা একজন বিচারক খারিজ করে দিয়েছেন। ২০২১ সালে এ মামলা দায়ের করা হয়। তিনি অভিযোগ করেন যে, পত্রিকাটির রিপোর্টাররা তার ট্যাক্স রেকর্ড হাতিয়ে নিতে ‘প্রতারণামূলক চক্রান্ত’ করেছিলেন। দ্য গার্ডিয়ান

আদালত নিউইয়র্ক টাইমস ও রিপোর্টরদের আইনজীবীদের ফি ও অন্যান্য আইনগত ব্যয় পরিশোধ করার জন্যও সাবেক প্রেসিডেন্টকে নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প মামলায় অভিযোগ করেন যে, পত্রিকাটি তার আইনজীবীর দপ্তর থেকে রেকর্ডপত্র ‘পাচার করতে’ তার ভাতিজি ম্যারি ট্রাম্পের সরণাপন্নহয় ও তাকে রাজী করানোর চেষ্টা করে।

নিউ ইয়র্ক টাইমসএর ২০১৮ সালের পুলিৎজার পুরস্কার বিজয়ী নিউজ স্টোরিগুলো ম্যারি ট্রাম্পের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। সাবেক প্রেসিডেন্ট নিজ থেকেই শত কোটিপতি হয়েছেন বলে যে দাবি করেন ম্যারি সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। ম্যারি দেখান যে, সন্দেহভাজন ট্যাক্স স্কিমের মাধ্যমে তিনি উত্তরাধিকারী সূত্রে লাখ লাখ ডলারের মালিক হন। নিউজ সিরিজে তার কর ফাঁকির ইতিহাস তুলে ধরা হয়। 

নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারপতি রবার্ট রিড বলেন ‘ ট্রাম্পের দাবি সাংবিধানিক আইনের আলোকে ব্যর্থ হয়েছে যা সাংবাদিকদের আইনগত ও সাধারণ খবর সংগ্রহের অনুমোদন দিয়েছে। প্রথম সংশোধনী কার্যবিধি সুরক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়