শিরোনাম
◈ পাওয়ার প্লেতে বাংলাদেশের তিন উইকেট পতন, ব্যাটিংয়ে শান্ত-মুশফিক ◈ শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ◈ ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন, আবারও জানালো যুক্তরাষ্ট্র ◈ মধ্যরাতে পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু ◈ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা: ওবায়দুল কাদের ◈ গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে: রিজভী ◈ আমিন বাজারে মঞ্চ ভাংচুর, বিএনপির সমাবেশ স্থগিত ◈ বিশ্বে সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশ ২২ ও যুক্তরাষ্ট্র ৫০তম ◈ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ নারী দল ◈ ডেঙ্গু সংকটে নতুন শঙ্কা জলাবদ্ধতা, নিয়ন্ত্রণে সজাগ ডিএনসিসি: সেলিম রেজা

প্রকাশিত : ০৪ মে, ২০২৩, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৩, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

ডোনাল্ড ট্রাম্প

সাজ্জাদুল ইসলাম: নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা একজন বিচারক খারিজ করে দিয়েছেন। ২০২১ সালে এ মামলা দায়ের করা হয়। তিনি অভিযোগ করেন যে, পত্রিকাটির রিপোর্টাররা তার ট্যাক্স রেকর্ড হাতিয়ে নিতে ‘প্রতারণামূলক চক্রান্ত’ করেছিলেন। দ্য গার্ডিয়ান

আদালত নিউইয়র্ক টাইমস ও রিপোর্টরদের আইনজীবীদের ফি ও অন্যান্য আইনগত ব্যয় পরিশোধ করার জন্যও সাবেক প্রেসিডেন্টকে নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প মামলায় অভিযোগ করেন যে, পত্রিকাটি তার আইনজীবীর দপ্তর থেকে রেকর্ডপত্র ‘পাচার করতে’ তার ভাতিজি ম্যারি ট্রাম্পের সরণাপন্নহয় ও তাকে রাজী করানোর চেষ্টা করে।

নিউ ইয়র্ক টাইমসএর ২০১৮ সালের পুলিৎজার পুরস্কার বিজয়ী নিউজ স্টোরিগুলো ম্যারি ট্রাম্পের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। সাবেক প্রেসিডেন্ট নিজ থেকেই শত কোটিপতি হয়েছেন বলে যে দাবি করেন ম্যারি সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। ম্যারি দেখান যে, সন্দেহভাজন ট্যাক্স স্কিমের মাধ্যমে তিনি উত্তরাধিকারী সূত্রে লাখ লাখ ডলারের মালিক হন। নিউজ সিরিজে তার কর ফাঁকির ইতিহাস তুলে ধরা হয়। 

নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারপতি রবার্ট রিড বলেন ‘ ট্রাম্পের দাবি সাংবিধানিক আইনের আলোকে ব্যর্থ হয়েছে যা সাংবাদিকদের আইনগত ও সাধারণ খবর সংগ্রহের অনুমোদন দিয়েছে। প্রথম সংশোধনী কার্যবিধি সুরক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়