শিরোনাম
◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৩, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৩, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববরেণ্য সঞ্চালকরা কতো বেতন পান

বিশ্ববরেণ্য সঞ্চালকরা কতো বেতন পান

জাফর খান: টিভি সঞ্চালক, রিপোর্টার কিংবা সংবাদ পরিবেশন যে পেশাই কেউ বেছে নিক নিঃসন্দেহে তাকে স্মার্ট, তীক্ষè মেধাসম্পন্ন, আকর্ষণীয় চেহারা ও ব্যাক্তিত্বের অধিকারী হবার পাশাপাশি পৃথিবীতে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয় সম্পর্কেও থাকতে হবে জ্ঞান। এসবের মধ্যে রিপোর্টিং হিসেবে কাজ করা বেশ খানিকটা কষ্টসাধ্য বৈকি। কেননা যে কোনো একটি ঘটনায় প্রচুর সময় নিয়ে এ পেশায় নিয়োজিতদের গবেষণা করতে হয়। আর রাখতে হয় প্রতিমিনিটের খবর। এমনই ক’জন বিশ্বসেরা ও জনপ্রিয় উপস্থাপকের সম্মানী কতো, তা জেনে নেওয়া যাক। ফ্যান্সাইডেড  ডট কম 

রাচেল ম্যাড্ডো 

তিনিই প্রাইম টাইম নিউজের প্রথম লেসবিয়ান উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। আয় করে থাকেন ২০ মিলিয়ন ডলার। স্ট্যানফোর্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দুটো ডিগ্রি তার ঝুলিতে রয়েছে। টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ তিনি। 

ওয়েন্ডি উইলিয়ামস 

তিনি সৌভাগ্যবান কিন্তু এটি অর্জনের নেপথ্যেও তাকে করতে হয়েছে কঠোর পরিশ্রম। সাংবাদিকতার পাশাপাশি নারী উদ্যোক্তা হিসেবেও ওয়েন্ডি বেশ সুপরিচিত। আর আয় করে থাকেন ১০ মিলিয়ন ডলার। ২০০৯ সালের ন্যাশনাল রেডিও হল অব ফেইমের এক অনুষ্ঠানে এক সেলিব্রিটির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে আলোচনায় আসার পর নিজ নামে ‘ওয়েন্ডি উইলিয়ামস শো নামের’ একটি অনুষ্ঠান করার সুযোগ পেয়ে যান তিনি। 

টমি লাহরেন 

তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন রাজনৈতিক ধারাভাষ্যকার হিসেবে। নিজস্ব একটি শো ছিল তার। শোটির শেষ তিন মিনিটের বিশেষ  সেগমেন্ট ‘ফাইনাল থটস’ এ  সমসাময়িক নানা বিষয়ে তিনি তার মতামত দিয়ে থাকতেন। তিনি প্রতি মাসে ৫লাখ  ডলার আয় করে থাকেন। 

এন্ডারসন কুপার 

সাংবাদিকতায় অবদানের জন্য ১১ মিলিয়ন ডলার পর্যন্ত আয় করে থাকেন তিনি। প্রথমদিকে তিনি সিএনএনের উপস্থাপক  হিসেবে কাজ শুরু করেছিলেন। কুপার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশুনা শেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএতে ইন্টার্নশীপ করেন। 

কেটি টার

তার বর্ণাঢ্য ক্যারিয়ার। টার কেটিএলএ’র নিউজ ১২ ব্রুকলিন, এইচ ডি নিউজ/ক্যাবল ভিশন, ফক্স ৫ নিউইয়র্ক,এনবিসিওসহ বেশ কয়েকটি চ্যানেলে কাজ করেছেন। ২০০৯ সালে তিনি এপি বেষ্ট স্পট নিউজ এওয়ার্ড লাভ করেন। তার আয় ১ মিলিয়ন ডলার। 

ইরিন বার্নেট

তিনি ৬ মিলিয়ন ডলার আয় করে থাকেন। প্রচলিত রয়েছে সাংবাদিকতাই তাকে খুঁজে নিয়েছে। শুরুতে তিনি অর্থনৈতিক প্রতিষ্ঠানে কাজ করতেন। পড়ে সুযোগ পেয়ে সিএনএন অর্থনীতির প্রোগ্রামে উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। তিনি সিএনবিসিতেও কাজ করেছেন। সম্পাদনা: এল আর বাদল

জেকে/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়