শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেস কাউন্সিলে ডিআরইউ’র প্রতিনিধিত্ব না থাকায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ

ডেস্ক রি‌পোর্ট : বাংলাদেশ প্রেস কাউন্সিলে সদ্য নিয়োগপ্রাপ্ত ১২ সদস্যের তালিকায় দেশের পেশাদার, বৃহৎ ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত না করায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। 

 বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৫) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই উদ্বেগ ও প্রতিবাদ জানান। 

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজে যে পরিবর্তনের আশার আলো জেগেছিল, প্রেস কাউন্সিলের এই অপ্রতিনিধিত্বশীল ও পুরনো ধাঁচের গঠন সেই আশায় আঘাত হেনেছে।

ডিআরইউ’র দৃঢ় অবস্থান হলো—

* রিপোর্টাররাই সংবাদমাধ্যমের সম্মুখসারির যোদ্ধা। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই ও জনমানুষের কণ্ঠস্বর তুলে ধরার দায়িত্ব তাঁদের কাঁধে।

* ডিআরইউ দেশের বৃহত্তম রিপোর্টিং সংগঠন হিসেবে মাঠের সাংবাদিকদের প্রকৃত প্রতিনিধি।

* এই সংগঠনকে উপেক্ষা করা কেবল দুঃখজনক নয়, বরং প্রেস কাউন্সিলের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে।

স্পষ্ট বক্তব্য:
*  প্রেস কাউন্সিল বারবার ‘প্রটেক্টর’-এর পরিবর্তে ‘প্রিডেটর’-এর ভূমিকা পালন করছে।
* ১৯৭৪ সালের পুরনো আইনে কাউন্সিল গঠন আধুনিক সাংবাদিকতার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন।
* গণমাধ্যমের নীতিনির্ধারণী কাঠামোতে প্রকৃত সাংবাদিক প্রতিনিধিত্বের ঘাটতি গণতান্ত্রিক অংশগ্রহণ পরিপন্থী।

ডিআরইউ’র দাবি:
১. প্রেস কাউন্সিল আইন অবিলম্বে যুগোপযোগীভাবে সংশোধন করতে হবে।
২. ডিআরইউসহ মাঠপর্যায়ের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে।
৩. কাউন্সিল গঠনে স্বচ্ছতা, বৈচিত্র্য ও গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে।

ডিআরইউ মনে করে, সাংবাদিকদের কণ্ঠস্বর উপেক্ষা করে গণতন্ত্র ও সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা করা অসম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়