শিরোনাম
◈ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রিয়াজ ◈ শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি আইনে বড় পরিবর্তন আসছে ◈ অবৈধ পথে আমেরিকা পাড়ি: ফিরলেন কেবল হতাশা নিয়ে ◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০১:৫২ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত আমির ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন

স্পর্শকাতর বিষয় এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে।

নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।
মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে সম্প্রতি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে। এদিকে ডিএনসিসির মেয়র ইস্যুতে সপ্তাহব্যাপী রাজধানীতে আন্দোলনের পর আজ ইশরাককে শপথ পড়ানোতে বাধা নেই বলে নির্দেশ দেন হাইকোর্ট।

এদিকে গতকাল রাতে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসের বরাত দিয়ে গণমাধ্যমে খবর ছাপা হয়। সেখানে দাবি করা হয়, সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কী সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে।

এ ছাড়া আগামী ডিসম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিৎ বলে সেনাপ্রধানের বক্তব্য প্রচার করা হয়েছে।   
ধারণা করা হচ্ছে এসব বিষয়ে জাতির উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন জামায়াত আমির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়