শিরোনাম
◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ◈ মার্কিন শুল্কছাড়ে লাভবান বাংলাদেশ, ধস নেমেছে ভারতের টেক্সটাইল শেয়ারবাজারে ◈ বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার পাবে সোনামসজিদ স্থলবন্দর: নৌ উপদেষ্টা ◈ চাঁপাইনবাবগঞ্জে 'সমন্বয়ক' পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক ◈ শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ এনসিপির পদযাত্রা কতটা সাড়া ফেললো? ◈ কুমিল্লার চান্দিনায় সব্জি বাগানের আড়ালে গাঁজা চাষ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটি ঘুমিয়ে নষ্ট না করে স্বর্ণময় করে তুলুন: শায়খ আহমাদুল্লাহ

ঈদের ছুটিকে আড্ডায় কিংবা ঘুমিয়ে নষ্ট না করে একে স্বর্ণময় করে তোলার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, আবার বর্তমান তরুণ প্রজন্ম বড়দের একান্ত সান্নিধ্য থেকে বঞ্চিত। ঈদের ছুটিতে গ্রামে বসবাসকারী দাদা-চাচার সান্নিধ্যে রাখুন আপনার সন্তানকে।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) ঈদের পরের দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব পরামর্শ দেন তিনি।

পোস্টে আহমাদুল্লাহ বলেন, ঈদের ছুটিকে আড্ডায় কিংবা ঘুমিয়ে নষ্ট না করে একে স্বর্ণময় করে তুলুন। আপনার সন্তানকে গ্রামের নতুন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিন।

বিশেষ করে গ্রামের দরিদ্র কৃষক, কঠোর সাধনায় কঠিন মাটির বুক থেকে যারা সোনার ফসল বের করে আনেন, আপনার সন্তানের তাদের সাথে পরিচয় হওয়া উচিত। 
এই পৃথিবী শুধু ধনীদের জায়গা নয়, মুদ্রার অপর পিঠের মতো এখানে অসংখ্য অভাবী, দারিদ্র্যপীড়িত খেটে খাওয়া মানুষ বসবাস করে, এটাও স্বচক্ষে প্রত্যক্ষ করা এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা উচিত আপনার সন্তানের।

আবার বর্তমান তরুণ প্রজন্ম বড়দের একান্ত সান্নিধ্য থেকে বঞ্চিত। ঈদের ছুটিতে গ্রামে বসবাসকারী দাদা-চাচার সান্নিধ্যে রাখুন আপনার সন্তানকে। বড়দের জীবনে অভিজ্ঞতার যে সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেটা আপনার সন্তানের জীবনে জানাশোনার নতুন  এক দিগন্ত উন্মোচিত করবে।

শেষ তিনি বলেন, এর ফলে একদিকে যেমন আপনার সন্তান প্রকৃত শিক্ষিত মানুষ হয়ে বেড়ে উঠবে, অপর দিকে গ্রামের বর্ণিল পরিবেশ আপনার সন্তানকে মানবিক, সংবেদনশীল, দরদী মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে।

হিংসার কাঁটা বিছানো পৃথিবীতে ভালোবাসার ফুল ফুটানোর জন্য এ ধরনের মানবিক, দরদী মানুষের অনেক বেশি প্রয়োজন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়