শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের চাইনিজ মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ শুরু

মনিরুল ইসলাম  : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে ও বাংলাদেশ উশু ফেডারেশনের সহযোগিতায় শুরু হয়েছে ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫।

আজ শুক্রবার  সকালে ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে মার্শাল আর্টের জনক, প্রথম জাতীয় প্রশিক্ষক, গ্র্যান্ডমাস্টার, প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম। 

ডিআরইউ’র এই আয়োজনে সম্পৃক্ত করায় কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান ওস্তাদ জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেও এ ধরণের আয়োজন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে ডিআরইউ’র এমন আয়োজন অব্যাহত  রাখার আহবান জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন মার্শাল আর্ট (উশু) প্রশিক্ষণ আয়োজন করায় ডিআরইউকে ধন্যবাদ জানান। এই কার্যক্রম পরিচালনা করার জন্য ফেডারেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বাংলাদেশে মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে মার্শাল আর্ট জাতীয় পুরস্কার প্রদানের দাবি জানান। 

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সদস্য ও সদস্য সন্তানদের জন্য বছরব্যাপী  ক্রীড়া উৎসব নিয়মিত  কার্যক্রমের অংশ। এ ধারাবাহিকতায় এই মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।পাশাপাশি এ বছর ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টেসহ অন্যান্য সকল ক্রীড়া ইভেন্ট সফলভাবে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে সদস্য এবং সদস্য সন্তানদের প্রতিটি ইভেন্ট অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য কাজী শহীদুল আলম, মো: লুৎফর রহমান সিকাদার, সালাম ফারুক ও রুমেল খান উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে ২৭ জন সদস্য ও ৪৫ জন সদস্য সন্তান অংশ নেন। প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিআরইউ চত্বরে তিন মাসব্যাপী এই মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম চলবে । 

প্রশিক্ষক হিসেবে আছেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রধান উশু প্রশিক্ষক ও ব্ল্যাক বেল্ট ৪ ডুয়ান মোজাম্মেল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়