শিরোনাম
◈ জি এম কাদেরকে গ্রেপ্তারে প্রধান উপদেষ্টাসহ ৬ জনকে আইনি নোটিশ ◈ বাজারে সয়াবিন তেলের সংকট নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চাই : তারেক রহমান ◈ আসাদের বাসভবনে ঢুকে লুটপাট চালাচ্ছে জনতা ◈ পরীক্ষা হলে অসুস্থ ১৫ ছাত্রী ; ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা ◈ ভারতকে চরম শিক্ষা দিয়ে যুব এশিয়া কাপ ধরে রাখলো বাংলাদেশ ◈ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্তে ফেসবুকের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ◈ কমেছে পেঁয়াজের দাম, একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ ◈ খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, বিজিএমইএর সভায় ব্যবসায়ীদের ক্ষোভ ◈ ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জোরালো হচ্ছে, মিথ্যা প্রচার বন্ধের দাবি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিভিতে হামলা-আগুন, সম্প্রচার বন্ধ

মুযনিবীন নাইম: [২] রাজধানীর রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেটের ভেতরে ঢুকে ভবনে আগুন দিয়েছে কোটা আন্দোলনকারীরা। আগুন দেওয়ার পর বিটিভির পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস খবর পেলেও রাস্তায় আন্দোলনকারীদের অবরোধের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সামনে এগোতে পারেনি।

[৩] বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে ফের বিটিভির মূল ভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। এর আগে বিকেলে সোয়া ৩টার দিকে মূল গেটে আগুন লাগিয়েছিল।

[৪] বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসে লেখা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে।

[৫] নাম প্রকাশ না করার শর্তে বিটিভির এক কর্মকর্তা বলেন, বিকেলে সোয়া ৩টার দিকে বিটিভির মূল গেটে আগুন দেওয়া হয়। 

[৬] এদিকে বিটিভি ভবনে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিটিভিতে আগুন দেওয়ার খবর আমরা পেয়েছি। কিন্তু রাস্তা অবরোধের কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারছি না।

[৭] ঘটনাস্থল থেকে জানা যায়, বিটিভির ডিজাইন সেকশন, রিসিপশন, গ্যারেজে থাকা গাড়ি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। 

[৮] বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাত সোয়া ৮টার দিকে প্রথম আলোকে বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কর্মকর্তা–কর্মচারীরা ভবন ছেড়ে সরে পড়েন। এ কারণে সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

[৯] প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই উত্তেজিত কিছু আন্দোলনকারী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেন। এরপর বিটিভির গেটে আগুন দেন এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালান তারা। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়