শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৩, ১০:৫১ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২৩, ১০:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবন বদলে দিতে পারে আব্দুল্লাহ মামুনের লেখা বই ‘সম্পর্ক’

হোসাইন মোহাম্মদ, (দিদার): সম্পর্ক শব্দটি ছোট হলেও এর গভীরতা অতলান্তিক। সম্পর্ক শব্দের সঙ্গে খুব অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে মানবজাতির জীবনকথা। সম্পর্ক ছাড়া মানুষ অচল। 

বলছি কথাসাহিত্যিক ও কবি আব্দুল্লাহ আল মামুনের কথা। তিনি কবি,কথাসাহিত্যিক ও একজন চাটার্ট একাউন্টেন্ট ব্যক্তি। তার লেখায় বহুমাত্রিক লেখার ফলন হয় একথা নির্দ্ধিধায় বলা যায়।

তবে এবার  অমর একুশে বইমেলা-২৩  লেখকের 'সম্পর্ক' নামে একটি প্রবন্ধ সংকলন বের হয়েছে শব্দশৈলী প্রকাশনা থেকে। তিনি মুক্তি, বিলাসিতা, শিক্ষকের মর্যাদা, দুনিয়া হলো পরীক্ষাক্ষেত্র, ধর্মান্ধতা, ক্ষমার প্রতিদান, নগন্য দুনিয়া, বন্ধুত্ব ও স্বচ্ছতা নামে প্রায় পঞ্চাশটি প্রবন্ধ লিখেছেন।  

তার লেখা পড়তে গিয়ে আমার অতীত জীবনের ভুল ধরা পড়লো, মনে হলো আমি এক আয়নার সামনে দাঁড়িয়ে আছি আর সেই আয়নায় আমার ভিতরে চিত্র ফুটে ওঠছে।
তিনি তার রচিত সম্পর্কনামক এই বইয়ে বেশ কিছু প্রবন্ধ লিখেছেন যা পাঠকের ঘটে যাওয়া অতীত জীবনের ভুল গুলো ধরা পড়বে সহজে যা কখনো অতীতে অনুভূত হয়নি।

তিনি কিছু প্রবন্ধে সহি হাদিসের উদ্ধৃত দিয়েও পাঠককে বুঝাতে চেষ্টা করেছেন যাতে পাঠক বিভ্রান্ত না হয়ে সহজে বুঝতে ও বিশ্বাস করতে সক্ষম হোন।

এই যুগে এসে পাঠকের চাহিদা পরিবর্তন হয়েছে, পাঠক এখন কাল্পনিক অস্তিত্ব নির্ভর পুস্তক থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছে। সেই হিসেবে আমি মনে করি লেখকের এই বইটি কিছু কিছু পাঠকের মনের খোরাক হয়ে ধরা দিবে।

তিনি তার লেখায় বলেছেন, ক্ষণিকের এই জীবনের মরিচিকায় পড়ে যেন পাপাচারের লিপ্ত না হয়ে পরকালের কথা ভুলে না যাই। জীবনকে অন্যরকম ভাবে রাঙিয়ে নিতে কিংবা একজন খাঁটি মানুষ হতে হলে এই ধরনের বইয়ের বিকল্প নেই। আবার যাদের ধর্মের প্রতি বিশ্বাসে ঘাটতি আছে তাদের জন্য এই বইটি ভাবনার কাঁটা হতে পারে। কিন্তু ইসলামি মূল্যবোধে বিশ্বাসী মানুষের অশান্ত হৃদয়ের  জন্য প্রশান্তি জাগাবে এই বই।

এই লেখকের ইতিমধ্যে কিছু বই আলোর মুখ দেখেছে, যা লেখক হিসেবে অনেক খুশির সংবাদ। ভালো ক্যারিয়র গড়তে তার রচিত সিএ জীবনের গল্প ও সিএ কীভাবে পড়ব পাঠক মহলে ব্যাপক সমাদৃত হওয়ার পথে। লেখক স্বপ্ন দেখেন মানুষ একদিন হানাহানি ভুলে যাবে, ফিরবে সমাজ ও দেশে শান্তি। শেষ করছি বইয়ের ফ্ল্যাপে লেখকের  মূল্যবান একটি উদ্বৃত্ত দিয়ে—এভাবে হয়তো একদিন পারস্পরিক সম্পর্কের বন্ধন সুদৃঢ় হবে এবং অস্থিরতা কাটিয়ে সমাজে শান্তি ফিরবে।

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়