শিরোনাম
◈ রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত, মসজিদে মুসল্লিদের ভিড় ◈ চলতি বছরে গ্যাসের উৎপাদন বেড়েছে: পেট্রোবাংলা ◈ বিএনপিকে আলোচনায় বসতে এবার সরাসরি চিঠি দিলেন সিইসি   ◈ রমজানে মানতে হবে ট্রাফিক বিভাগের ১৫ নির্দেশনা ◈ ৩ বছর পর সচিবালয়ে প্রধানমন্ত্রী  ◈ রমজানে বেশি দাম নিলে দোকান বন্ধের হুঁশিয়ারি মেয়র আতিকের ◈ রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্বের তাগাদা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের   ◈ আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে অবসরে পাঠানোর সুপারিশ সিপিডির ◈ মানুষকে নির্বাক করে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় স্টল বরাদ্দ চেয়ে আদর্শ প্রকাশনীর রিট

আদর্শ প্রকাশনী

খালিদ আহমেদ: অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান বাদী হয়ে রিটটি দায়ের করেন। 

রিটে বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ চার জনকে বিবাদী করা হয়েছে। রিটকারীর আইনজীবী  ব্যারিস্টার অনীক আর হক বলেন, আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়া কেন অবৈধ ঘোষণা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে প্রকাশনীটিকে স্টল বরাদ্দ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, শুধুমাত্র একটি বইয়ের জন্য কাগজে-কলমে মেলায় পুরো প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সে বইটি ব্যান্ড বা ব্ল্যাক লিস্টেড নয়। তাদের এমন সিদ্ধান্ত ‘বাংলা একাডেমি আইন ২০১৩’ অনুযায়ী কোনও বৈধতা নেই।

একইসঙ্গে প্রতিবছর একাডেমি থেকে যে নীতিমালা করা হয়, তারও ব্যত্যয় ঘটিয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলা একাডেমি। তাদের এমন সিদ্ধান্ত সংবিধানে প্রদত্ত বাক স্বাধীনতার বিরোধী।

কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়