এ্যানি আক্তার: বইপ্রেমীদের সব থেকে প্রিয় উৎসব অমর একুশে বই মেলা। ১ ফেব্রুয়ারী থেকে শুরু হবে অমর একুশে বই মেলা ২০২৩। মেলার প্রস্তুতি প্রায় শেষ। প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মেলা।
শনিবার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যায়, শ্রমিকেরা তুমুল ব্যস্ততায় নানাভাবে সাজিয়ে তুলছেন মেলার স্টলগুলো। কেউ নকশা করছেন। কেউ বাঁশ কাটছেন। কেউ তুলি আর ব্রাশ নিয়ে বিভিন্ন রকম আলপনা করছেন।
শ্রমিকদের সঙ্গে কথা বললে জানা যায়, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয় স্টল তৈরির কাজ। প্রথম থেকেই তাদের কাজের ব্যাস্ততার শেষ নেই। স্টল তৈরি শেষ হলে আজকালের মধ্যেই প্রকাশকদের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এএ/এসবি/এএ