শিরোনাম
◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদারে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: অমিত শাহ ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ◈ কেউ কেউ বলছেন আমরা সংবিধান পরিবর্তন করে ফেলবো, আপনারা কারা? : মির্জা ফখরুল ◈ টাকা থেকে বাদ পড়ছে বঙ্গবন্ধুর ছবি, নতুন ডিজাইনের টাকা বাজারে আসছে যেদিন ◈ ইংল্যান্ডের ৪০০ টেস্ট জয়ের মাইলফল  ◈ অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত, হারলো ১০ উইকেটে ◈ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না, শান্তিরক্ষা বাহিনী পাঠানোর যে ব্যাখা দিলেন(ভিডিও) ◈ আমাজনের অবৈধ খনিতে স্বর্ণের বিনিময়ে বিক্রি হয় যৌনতা (ভিডিও) ◈ বাশার আল-আসাদের পতনের কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ ভারতে ব্যাংক ম্যানেজারের সঙ্গে গ্রাহকের মারামারি ভাইরাল ভিডিও

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৩, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৩, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতে বসেই পেডিকিওর করবেন যেভাবে

সাজিয়া আক্তার: ত্বকের যত্ন মানেই মুখের পাশাপাশি হাত-পায়ের যত্ন নেওয়া । হাতের কেয়ার নিতে যতটা যত্নশীল পায়ের ততটাই উদাসীন। অনেকে বলতে পারেন পার্লারে যাওয়ার সময়ের অভাবে পেডিকিওর বা পায়ের পরিচর্যা হচ্ছে না। কিন্তু এখন আপনি ঘরে বসেই করতে পারেন পেডিকিওর। রইল তারই কিছু পরামর্শ। 

 পা সুন্দর রাখতে সপ্তাহে অন্তত একদিন পেডিকিওর করতে পারেন। এর জন্য আপনার খুব বেশি সময় লাগবে না। সব মিলে মোট ২০ মিনিট সময় হাতে রাখতে পারেন। এটা ঠিক যে, পার্লারে গিয়ে পেডিকিওর করালে যতটা আরাম পাবেন বাড়িতে ততটা পাবেন না। কিন্তু ফল মিলবে শতভাগ। কীভাবে বাড়িতে পেডিকিওর করবেন জেনে নিন।

প্রথমে হালকা গরম পানিতে সামান্য শ্যাম্পু ও লবণ মিশিয়ে নিন। এই পানিতে ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। তারপর স্ক্রাবার দিয়ে গোড়ালি ও পায়ের পাতা ভাল করে ঘষে নিন। এতে দূর হবে আপনার পায়ের ত্বকের মরা কোষ। অনেকে মেটাল স্ক্রাবার ব্যবহার করেন। এটা ভুলেও করবেন না। তারপর পা ভালো করে ধুয়ে তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিন। এবার পায়ে ফুট ক্রিম লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করুন।

কোমল আর মসৃণ পা পেতে ফুট স্কাবার ও মাস্কস লোশন ব্যবহার করতে পারেন। তার জন্য সপ্তাহে ২-৩ দিন কিছুটা সময় বের করতে হবে।এগুলো ভাল কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন। চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। ফুট স্ক্রাবার তৈরির জন্য ২-৩ চা-চামচ চালেরগুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মধু ও অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। দেখবের ঘন একটা পেস্ট তৈরি হয়ে যাবে। 

গোড়ালি ও পায়ের পাতায় এই পেস্টটি লাগিয়ে হালকা হাতে কিছুক্ষণ ঘষুন। কিছুক্ষণ রেখে হালকা গরম পানি দিয়ে পা ধুয়ে নিন। দেখবেন পায়ের গোড়ালিতে জমে থাকা ধুলোময়লা চলে যাবে। পায়ের ত্বক খুব রুক্ষ হলে মিশ্রণে সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন। পা ফাটার সমস্যাতেও এই মিশ্রণ অবর্থ।

ফুট মাস্ক তৈরির জন্য ১টা পাকা কলা ভালো করে চটকে নিন। এতে সামান্য নারকেল তেল ও দুধের সর মেশান। তারপর পায়ে ও গোড়ালিতে ভালো করে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি গোড়ালিকে ভেতর থেকে ময়শ্চারাইজ করবে। একই সঙ্গে গোড়ালি ফাটা সমস্যাও দূর হবে। 

বাড়িতে বানিয়ে নিতে পারেন ফুট লোশন। তার জন্য ৩ টেবিল চামচ গোলাপ জল, ২ টেবিল চামচ লেবুর রস ও ১ চা-চামচ গ্লিসারিন একসঙ্গে মেশান। দেখবেন ফুট লোশন তৈরি হয়েছে। এটা পায়ে ও গোড়ালিতে লাগান। শুষ্ক ও খসখসে ত্বক নরম হয়ে যাবে। আর গোড়ালিও ফাটবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়