শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৩, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৩, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতে বসেই পেডিকিওর করবেন যেভাবে

সাজিয়া আক্তার: ত্বকের যত্ন মানেই মুখের পাশাপাশি হাত-পায়ের যত্ন নেওয়া । হাতের কেয়ার নিতে যতটা যত্নশীল পায়ের ততটাই উদাসীন। অনেকে বলতে পারেন পার্লারে যাওয়ার সময়ের অভাবে পেডিকিওর বা পায়ের পরিচর্যা হচ্ছে না। কিন্তু এখন আপনি ঘরে বসেই করতে পারেন পেডিকিওর। রইল তারই কিছু পরামর্শ। 

 পা সুন্দর রাখতে সপ্তাহে অন্তত একদিন পেডিকিওর করতে পারেন। এর জন্য আপনার খুব বেশি সময় লাগবে না। সব মিলে মোট ২০ মিনিট সময় হাতে রাখতে পারেন। এটা ঠিক যে, পার্লারে গিয়ে পেডিকিওর করালে যতটা আরাম পাবেন বাড়িতে ততটা পাবেন না। কিন্তু ফল মিলবে শতভাগ। কীভাবে বাড়িতে পেডিকিওর করবেন জেনে নিন।

প্রথমে হালকা গরম পানিতে সামান্য শ্যাম্পু ও লবণ মিশিয়ে নিন। এই পানিতে ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। তারপর স্ক্রাবার দিয়ে গোড়ালি ও পায়ের পাতা ভাল করে ঘষে নিন। এতে দূর হবে আপনার পায়ের ত্বকের মরা কোষ। অনেকে মেটাল স্ক্রাবার ব্যবহার করেন। এটা ভুলেও করবেন না। তারপর পা ভালো করে ধুয়ে তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিন। এবার পায়ে ফুট ক্রিম লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করুন।

কোমল আর মসৃণ পা পেতে ফুট স্কাবার ও মাস্কস লোশন ব্যবহার করতে পারেন। তার জন্য সপ্তাহে ২-৩ দিন কিছুটা সময় বের করতে হবে।এগুলো ভাল কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন। চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। ফুট স্ক্রাবার তৈরির জন্য ২-৩ চা-চামচ চালেরগুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মধু ও অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। দেখবের ঘন একটা পেস্ট তৈরি হয়ে যাবে। 

গোড়ালি ও পায়ের পাতায় এই পেস্টটি লাগিয়ে হালকা হাতে কিছুক্ষণ ঘষুন। কিছুক্ষণ রেখে হালকা গরম পানি দিয়ে পা ধুয়ে নিন। দেখবেন পায়ের গোড়ালিতে জমে থাকা ধুলোময়লা চলে যাবে। পায়ের ত্বক খুব রুক্ষ হলে মিশ্রণে সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন। পা ফাটার সমস্যাতেও এই মিশ্রণ অবর্থ।

ফুট মাস্ক তৈরির জন্য ১টা পাকা কলা ভালো করে চটকে নিন। এতে সামান্য নারকেল তেল ও দুধের সর মেশান। তারপর পায়ে ও গোড়ালিতে ভালো করে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি গোড়ালিকে ভেতর থেকে ময়শ্চারাইজ করবে। একই সঙ্গে গোড়ালি ফাটা সমস্যাও দূর হবে। 

বাড়িতে বানিয়ে নিতে পারেন ফুট লোশন। তার জন্য ৩ টেবিল চামচ গোলাপ জল, ২ টেবিল চামচ লেবুর রস ও ১ চা-চামচ গ্লিসারিন একসঙ্গে মেশান। দেখবেন ফুট লোশন তৈরি হয়েছে। এটা পায়ে ও গোড়ালিতে লাগান। শুষ্ক ও খসখসে ত্বক নরম হয়ে যাবে। আর গোড়ালিও ফাটবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়