শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্তের বিষক্রিয়া দূর করতে জাদুকরী নিম পাতা

যুগ যুগ ধরে ভেষজ চিকিৎসায় নিম পাতা ব্যবহৃত হয়ে আসছে। সবচেয়ে শক্তিশালী রক্তশোধক ভেষজগুলির মধ্যে এটি অন্যতম। নিম পাতা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও মজবুত করে তোলে। শরীরের বিভিন্ন ছোট-বড় সমস্যা দূর করতে সহায়ক এ পাতা। 

নিম পাতা যেভাবে রক্ত শোধন করে

নিমের পাতা, ছাল ও বীজে রয়েছে নিম্বিন, নিম্বিডিন ও কুয়েরসেটিনের মতো শক্তিশালী বায়োঅ্যাকটিভ উপাদান। এই সব উপাদান শরীরে জমে থাকা ক্ষতিকর পদার্থকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে।

লিভার শরীরের দূষিত পদার্থ দূর করে। আর নিম লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে রক্ত থেকে দূষিত উপাদান ছেঁকে বের করতে সহায়তা করে। ফলে রক্ত স্বাভাবিকভাবেই পরিষ্কার থাকে। নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ রক্তে সংক্রমণ ঘটানো ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বৃদ্ধি রোধ করে। 

অপরিষ্কার রক্ত থেকে ত্বকে ব্রণ, ফোঁড়া বা চুলকানির মতো সমস্যা বাড়ে। নিয়মিত নিমপাতা খেলে রক্ত পরিষ্কার হয়, ফলে ত্বকের সমস্যা ধীরে ধীরে কমে। 

নিমের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হলো এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব। শরীরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে এটি সাহায্য করে। এছাড়া নিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে রক্তের মাধ্যমে ছড়ানো বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমে।

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়