শিরোনাম
◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৯:১৯ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালার নিচে ছোট্ট ছিদ্র কেন থাকে? তুচ্ছ এই গর্তটির কার্যকারিতা জানলে অবাক হবেন!

তালা এমন একটি জিনিস, যা ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাসাবাড়ি, লাগেজ কিংবা বিভিন্ন জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে তালার ব্যবহার হয় প্রতিদিন। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, বেশিরভাগ তালার নিচে একটি ছোট্ট ছিদ্র থাকে? কখনো ভেবেছেন কেন এ ছিদ্রটি দেওয়া হয়? অনেকেরই এ বিষয়ে কোনো ধারণা নেই।

প্রায় চার হাজার বছর আগে মিশরীয়রা প্রথম তালা-চাবির আবিষ্কার করেন। এরপর থেকে নানা নকশা ও আকারের তালা তৈরি হলেও এর মূল কাঠামোতে তেমন পরিবর্তন আসেনি। তালার নিচের এ ক্ষুদ্র ছিদ্রটির কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত তালাকে দীর্ঘদিন কার্যকর রাখতে সাহায্য করে।

যেহেতু তালা সাধারণত দরজার বাইরের দিকে লাগানো থাকে, তাই রোদ, বৃষ্টি ও ধুলোবালি সহজেই এর ভেতরে ঢুকে যায়। এ ছোট ছিদ্রটির মাধ্যমে তালার ভেতরে জমে থাকা পানি ও অন্যান্য নোংরা পদার্থ বের হয়ে যায়, ফলে মরিচা পড়া থেকে তালা রক্ষা পায়। এ ছাড়া, তালা নষ্ট হলে মেকানিকরা অনেক সময় এই ছিদ্র দিয়ে চিকন তার প্রবেশ করিয়ে মেরামতের কাজ করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত দরজার বাইরে তালা লাগানো থাকে। তাই বৃষ্টির সময় এতে পানি জমে ভেতরে মরিচা পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু তালার এ ছিদ্রটি তালাকে মরিচা পড়া থেকে রক্ষা করে এবং বছরের পর বছর স্থায়ী করে। বর্ষাকালে যখনই তালায় পানি প্রবেশ করে, তখনই এর নিচে দেওয়া ছোট্ট ছিদ্র দিয়ে পানি বেরিয়ে আসে। এটি তালার ভেতরে মরিচা প্রতিরোধ করে।

তাই তালার নিচের এই ছোট ছিদ্র দেখতে তুচ্ছ মনে হলেও, এর কার্যকারিতা অনেক বড়। এটি না থাকলে কয়েক মাস পরপরই হয়তো আমাদের নতুন তালা কিনতে হতো।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়