শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতেই বানিয়ে ফেলুন মজাদার কলিজা শিঙাড়া

শিঙাড়া আর চা এই কম্বিনেশনে বাঙালির আড্ডা চিরায়ত। সেই শিঙাড়া এখন যদি বাসায় বানিয়ে ফেলেন কেমন হয়? একসাথে বেশকিছু বানিয়ে বড় বক্সে আলাদা আলাদা করে রেখে দিলে বের করে ভেজে নিয়ে এক কাপ চা বানিয়ে বসে পড়তে পারেন টেলিভিশনের সামনে।

কী লাগবে

গরু/খাসির কলিজা— ২০০ গ্রাম (বেশ ছোট কিউব করে কাটা)

পেঁয়াজ কুচি— ২ টেবিল চামচ

আদা বাটা— ১ চা চামচ

রসুন বাটা— ১ চা চামচ

কাঁচা মরিচ কুচি— ২টি

মরিচ গুঁড়া— আধা চা চামচ

হলুদ গুঁড়া— সামান্য

জিরা গুঁড়া— আধা চা চামচ

ধনে গুঁড়া— আধা চা চামচ

লবণ— পরিমাণমতো

তেল— ২ টেবিল চামচ

ডো বানানোর জন্য

ময়দা— ২ কাপ

লবণ— আধা চা চামচ

তেল/ঘি— ২ টেবিল চামচ

পানি— পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

ডো তৈরি করতে একটি পাত্রে ময়দা, লবণ ও তেল মিশিয়ে নিন। ধীরে ধীরে পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন। ঢেকে ২০–৩০ মিনিট রেখে দিন।

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিন, হালকা বাদামী হলে আদা-রসুন বাটা দিন। মসলা (হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া) ও লবণ দিন। সামান্য পানি দিয়ে মসলা ভাজুন। কলিজা দিয়ে ৭–৮ মিনিট ভাজুন যতক্ষণ না শুকিয়ে আসে। কাঁচা মরিচ দিন, নেড়ে নামিয়ে ঠান্ডা করুন।

এরপর ডো থেকে ছোট লেচি কেটে রুটি আকৃতির করে বেলে নিন। রুটিটা অর্ধেক করে কেটে কোনাকুনি ভাঁজে পকেট বানান। ভেতরে পুর দিন, প্রান্তে পানি লাগিয়ে ভালোভাবে আটকে দিন। মাঝারি আঁচে তেল গরম করে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। গরম গরম কলিজা শিঙাড়া পরিবেশন করুন কাঁচা পেয়াজ, মরিচ দিয়ে বা টমেটো সস ও ঘরে বানানো ধনেপাতা চাটনির সঙ্গে।

সূত্র: বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়