শিরোনাম
◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত ◈ আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা ◈ অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর ◈ ডাকসু নির্বাচন: শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের শীর্ষ ৫ ধনী ব্যক্তি ও তাদের শিক্ষাগত যোগ্যতা!

এনডিটিভি: ফোর্বস-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বিশ্বের শীর্ষ পাঁচ ধনীর তালিকায় রয়েছেন ইলন মাস্ক, ল্যারি এলিসন, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস  এবং ল্যারি পেজ। এই মানুষগলো শুধু অর্থ-সম্পদের জন্যই নয়, অসাধারণ সব কাজ আর বৈশ্বিক প্রভাবের জন্যও সমানভাবে পরিচিত।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের পড়াশোনার যোগ্যতা নিয়ে নিশ্চয় কোনো না কোনো সময় আপনার মনে প্রশ্ন উঁকি দিয়েছে। চলুন আজকে এ বিষয়ে জেনে আসা যাক।

বিশ্বে ধনী মানুষের তালিকা অনেক বড়, তবে অবাক করা বিষয় হলো এদের মধ্যে অনেকেই পড়াশোনা শেষ করতে পারননি। কিন্তু তারা তাদের  সিদ্ধান্ত গ্রহণের অসাধারণ ক্ষমতার মাধ্যমে উদ্যোক্তা হয়ে জীবনে সাফল্যের শিখরে পৌঁছেছেন।

ফোর্বস-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বিশ্বের শীর্ষ পাঁচ ধনীর তালিকায় রয়েছেন ইলন মাস্ক, ল্যারি এলিসন, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস  এবং ল্যারি পেজ। এই মানুষগলো শুধু অর্থ-সম্পদের জন্যই নয়, অসাধারণ সব কাজ আর বৈশ্বিক প্রভাবের জন্যও সমানভাবে পরিচিত।

ইলন মাস্ক

টেসলা, স্পেসএক্স ও এক্স (সাবেক টুইটার)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে কাজ করারও সুযোগ পেয়েছিলেন।

২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৫.৬ বিলিয়ন ডলার। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর অব আর্টস (বিএ) এবং একই বিশ্ববিদ্যালয়ের হোয়াটন স্কুল থেকে অর্থনীতিতে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনে তিনি দুটি ইন্টার্নশিপ করেছিলেন এবং পরবর্তীতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেটেরিয়ালস সায়েন্সে গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পান।

তবে তিনি ভর্তি না হয়ে চাকরির খোঁজে নামেন। শেষ পর্যন্ত ভাই কিম্বালের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন জিপটু নামের প্রতিষ্ঠান।

ল্যারি এলিসন

ওরাকল-এর সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ২৭০.৯ বিলিয়ন ডলার।

একবার ইলন মাস্ক তাকে বিশ্বের অন্যতম বুদ্ধিমান ব্যক্তি হিসেবে প্রশংসা করেছিলেন।

ল্যারি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ইলিনয়েসে পড়াশোনা করেছেন। তবে ডিগ্রি শেষ করার আগেই পড়াশোনা ছেড়ে দেন।

মার্ক জাকারবার্গ

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। আর এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ, যিনি এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। বর্তমানে তার সম্পদের পরিমাণ ২৫৩ বিলিয়ন ডলার।

মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলেন, তবে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে মাঝপথে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন।

তিনি গণিতে খুব ভালো ছিলেন। স্কুলজীবনে এ বিষয়ে তিনি একাধিক পুরস্কারও পেয়েছিলেন।

জেফ বেজোস

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। বর্তমানে তার সম্পদ ২৩৯.৪ বিলিয়ন ডলার।

জেফ বেজোস যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেছেন। 

ল্যারি পেজ

গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বর্তমানে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি। তার সম্পদ ১৭৮.৩ বিলিয়ন ডলার।

ল্যারি পেজ  ইউনিভার্সিটি অব মিশিগান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এবং পরবর্তীতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়