শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক চুমুক ‘ম্যারো মার্টিনি’ ১০ লাখ রুপি !

কখনো কখনো আলাদা হয়ে যায় প্রয়োজন ও বিলাসিতার পথ। কিন্তু ‘লাক্সারিকে কি কখনো দামে বাধা যায়? গ্লাসে টলটল করা কয়েকশো মিলিলিটার সোনালি পানীয়। তাতে দেওয়া আছে খাঁটি সোনার পাতে বসানো ১৫০টি হিরে! রত্নখচিত এক গ্লাস পানীয়ে চুমুক দিতে গেলে খসবে ১০ লক্ষাধিক রুপি।  

পরিমাণের হিসাবে সম্ভবত এটি বিশ্বের সবচেয়ে দামি পানীয়। শিকাগোর একটি বিলাসবহুল ও অভিজাত রেস্তোরাঁ ককটেল অনুরাগীদের জন্য ‘ম্যারো মার্টিনি’ নামে এ মহার্ঘ পানীয় প্রস্তুত করেছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। 

এ পানীয়টি প্রস্তুত করতে প্রখ্যাত অলংকার প্রস্তুতকারক সংস্থা ‘ম্যারো ফাইন’-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে শিকাগোর ইটালিয় রেস্তোরাঁ অদালিনা। তবে এখানে জেনে রাখা ভালো, এই বিশেষ পানীয়টি কেবলমাত্র ফরমায়েশের ভিত্তিতেই পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। এ বিলাসী পানীয়টি সাধারণ গ্রাহকের সাধ্যের বাইরে। 

রেস্তোরাঁর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, সাধারণত যে সব পুরুষ তাদের স্ত্রী বা সঙ্গিনীকে বিশেষ চমক দিতে চান, তারাই এর গ্রাহক হতে চান। স্বতন্ত্র এই পানীয় তৈরির সমগ্র পরিকল্পনা অদালিনার জেনারেল ম্যানেজার কলিন হোফারের।

টমেটোর নির্যাস, লেবু, বেসিল, জলপাই তেল ও মরিচের ঝাঁঝের মেলবন্ধনে তৈরি পানীয়ে ১৪ ক্যারাট সোনায় মোড়া ১৫০টি হিরে দিয়ে সজ্জিত একটি নেকলেস থাকে কাট গ্লাসের পাত্রে। পানীয়টিকে একটি কাচের ঝাড়বাতির নিচে রেখে গ্রাহকের সামনে উপস্থাপন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়