শিরোনাম
◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি ◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:১২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাফেজ তাকরীমকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে সোমবার

ফেজ সালেহ আহমদ তাকরীম

আলামিন শিবলী : আগামী সোমবার মিরপুরে গোলারটেক মাঠে আনুষ্ঠানিকভাবে হাফেজ সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা হবে বলে জানিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি মাদ্রাসার কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আমাদের নতুন সময়কে বিয়ষটি নিশ্চিত করেছেন মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক সামসুদ্দিন।

তিনি বলেন, মাদ্রাসার পক্ষ থেকে ২৬ সেপ্টেম্বর (সোমবার) তাকরীমকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে। তবে ঔদিন কোন সময়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হবে আমরা সে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে মাদ্রাসার শিক্ষকদের একটা মিটিং হবে তারপর আমরা অনুষ্ঠান শুরুর সময়টা সবাইকে জানিয়ে দিবো ইনশাআল্লাহ।

সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফিরেছেন হাফেজ তাকরীম। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা এই হাফেজকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

রাত প্রায় দুইটা দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। এ সময় বিমানবন্দরে হাফেজ তাকরীমকে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া বিমানবন্দরের সম্মুখ রাস্তায় হাফেজ তাকরীমকে শুভেচ্ছা জানাতে ব্যানার হাতে জড়ো হন হাজারও মানুষ।

বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশ নেন। এতে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশি এই হাফেজ। এসময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়