শিরোনাম
◈ এবার যে ৩৯ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করল ট্রাম্প ◈ আসন সমঝোতায় টানাপড়েন: সমমনাদের মন রাখতে হিমশিম জামায়াতে ইসলামী! ◈ এই নির্বাচনের কোন প্রয়োজন নেই, বিএনপির সাথে বসে তাদের সব আসন দিয়ে দেয়া হোক: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ খালেদা জিয়া দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত গড়েছিলেন : মির্জা ফখরুল ◈ এবার রাউজানে যুবদল নেতাকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর ◈ ক্রিকেট ইস্যুতে পা‌কিস্তা‌নের পর এবার বাংলাদেশ‌কে নি‌য়ে রাজনৈতিক টানাপোড়েন সৃ‌ষ্টি ক‌রে‌ছে ভারত ◈ নির্বাচনী প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি ◈ গণভোট ৫ বছর পরপর হবে না, এতে কোনো প্রার্থীও নেই: ড. আলী রীয়াজ ◈ কুয়েত থেকে বের করে দেয়া হয়েছে প্রায় ৪০ হাজার প্রবাসীকে

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৩:৪০ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকাতের টাকা মোবাইলে পাঠালে খরচ কার দিতে হবে?

জাকাত ইসলামের ফরজ বিধান, ইসলামের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক ও সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়। শরিয়ত নির্ধারিত সীমার বেশি সম্পদ হিজরি ১ বছর ধরে কারো কাছে থাকলে তাকে সম্পদশালী গণ্য করা হয় এবং তার বর্ধনশীল সম্পদের ২.৫ শতাংশ বা ১/৪০ অংশ দান করতে হয়। কোরআনে জাকাত শব্দের উল্লেখ এসেছে ৩২ বার, নামাজের পর জাকাতের কথাই সবচেয়ে বেশি বলা হয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জাকাত কাদের দিতে হবে সে সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন,

اِنَّمَا الصَّدَقٰتُ لِلۡفُقَرَآءِ وَ الۡمَسٰکِیۡنِ وَ الۡعٰمِلِیۡنَ عَلَیۡهَا وَ الۡمُؤَلَّفَۃِ قُلُوۡبُهُمۡ وَ فِی الرِّقَابِ وَ الۡغٰرِمِیۡنَ وَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ وَ ابۡنِ السَّبِیۡلِ فَرِیۡضَۃً مِّنَ اللّٰهِ وَ اللّٰهُ عَلِیۡمٌ حَکِیۡمٌ

সদকা হচ্ছে দরিদ্র ও অভাবীদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; তা বণ্টন করা যায় দাস আযাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। (সুরা তওবা: ৬০)

জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হলো জাকাতের অর্থ হকদারের মালিকানাধীন করে দেওয়া। জাকাতের যতটুকু হকদারের মালিকানাধীন হবে, ততটুকুই জাকাত গণ্য হবে।

তাই বিকাশ, নগদ, রকেট বা এ রকম কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে জাকাতের অর্থ পাঠালে ক্যাশআউট-চার্জ জাকাতদাতার বহন করতে হবে। ক্যাশআউট চার্জ জাকাত গণ্য হবে না। যেমন ধরুন আপনি যদি জাকাত আদায়ের নিয়তে কাউকে বিকাশে পাঁচশ টাকা দেন, সেখানে ক্যাশ আউট চার্জ যদি বিশ টাকা হয়, আপনার হিসাব করতে হবে, আপনার চরশ আশি টাকা জাকাত আদায় হয়েছে, পাঁচশ টাকা নয়। পাঁচশ টাকা জাকাত হিসেবে আদায় করতে চাইলে আপনাকে পাঁচশ বিশ টাকা পাঠাতে হবে। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়