শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মুরুব্বি মুরুব্বি’ ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন তাহেরী (ভিডিও)

তোহিদ:  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজির বক্তব্যের একটি অংশ‘মুরুব্বি মুরুব্বি উহু হুহু’। একটি মাহফিলে তার মুখে এই কথাটি প্রথম শোনা যায়। পরবর্তীতে জুলাই-আগস্টে আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় তা যেন লুফে নেয় নেটিজেনরা।

এই ‘মুরুব্বি মুরুব্বি’ বলার পেছনের গল্প জানিয়েছেন মাওলানা মোস্তাক। একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘একটা মাহফিলে একজন বয়স্ক মানুষ চলে যাচ্ছিল। সাধারণত এটা আমি এলাউ করি না। যতক্ষণ বক্তব্য দেব থাকতে হবে। না হলে তারা একটা বিক্ষিপ্ত আলোচনা পায়। আমার পুরো আলোচনার একটা মূল থিম থাকে। তাই উনাকে আমার মতো করে বলছিলাম মাহফিল ছেড়ে যাওয়া যাবে না।’

ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা যে ছেলেরা এভাবে নেবে বুঝি নাই। এটার ভিতর ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে। সরকারের বদল হওয়ার কারণে যে সব মানুষ মুরব্বির কাতারে ছিলেন তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন প্রসঙ্গক্রমে এটা ব্যবহৃত হয়েছে। আমি একটা কথা বলেছিলাম এক লোক বের হয়েছে। দাড়ি কামিয়ে একেবারে সমান। যখন সালমান এফ রহমান দাড়ি কামিয়ে ফেলেছে এটা মিলে গেছে। আমি তো ওয়াজে এটা তাকে নিয়ে বলিনি। এটা মিলে গেছে।’

মাওলানা মোস্তাক বলেন, ‘এখন যখন বের হই রিকশার পেছনে দেখি লিখেছে ‘মুরুব্বি মুরুব্বি’। গ্রাফিতিতে ব্যবহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রিলস হচ্ছে। গতকাল গাড়িতে বসে দেখছিলাম বিদেশি একটা লোক আরবির সাথে মিশিয়ে বলছে ‘মুরুব্বি মুরুব্বি’। তাকে বোধ হয় বাংলাদেশের কেউ শিখিয়ে দিয়েছে। সে হয়তো বুঝতে পারছে এটা আনন্দের একটা বিষয়।’  সূত্র : মানবকন্ঠ, যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়