শিরোনাম
◈ এশিয়া কাপসহ বড় আস‌রে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে খেল‌বে ভারত, ত‌বে দ্বিপাক্ষীক‌ ক্রিকেট নয়  ◈ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ আমার স্ত্রীকে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ধর্ষণ করেছিলেন: ভারতের অবসরপ্রাপ্ত কর্নেল অমিত কুমার ◈ এবার বিমানের চাকা চুরি করে অন্য এয়ারলাইনসে বিক্রি! ◈ সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু ◈ কোরআন ছুঁয়ে শপথ, ইসলাম কী বলে? ◈ যে মন্তব্যের কারণে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে বরখাস্ত মার্কিন মুখপাত্র শাহেদ গোরেশি ◈ নির্বাচনি জোট গঠনের চেষ্টায় জামায়াত: অধিকাংশ ইসলামি দলের না ◈ ইসরা‌য়েল‌কে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি এআইএসির ◈ বিকা‌লে সাফ ফুটব‌লে শ‌ক্তিশালী ভারতের মুখোমুখি  বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ১১:৩২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরআন ছুঁয়ে শপথ, ইসলাম কী বলে?

মানুষকে সত্য, সুন্দর ও সঠিক পথ দেখানোর জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রসুল পাঠিয়েছেন। এসব নবী-রসুলের গাইডবুক হিসেবে কিতাব দিয়েছেন। এসব কিতাবের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল-কোরআন। কোরআনের শিক্ষা ও নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক।

কথার বিশ্বাসযোগ্যতা বাড়াতে অনেকে শপথ করে থাকে। কেউ কেউ তাদের শপথকে পাকাপোক্ত করতে মাথা ছুঁয়ে, কোরআন ছুঁয়ে, মাজার ছুঁয়ে শপথ করে। মন চাইলে যেনতেনভাবে শপথ করা যায় না।

মহান আল্লাহ ছাড়া আর কোনো কিছুর নামে শপথ করা যায় না। হাদিস শরিফে আছে, ‘যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারও নামে শপথ করে, সে অবশ্যই কুফরি বা শিরক করল।’ (তিরমিজি: ১৫৩৫)
 
কোনো কিছু ছুঁয়ে যদি মহান আল্লাহর নামেই শপথ করে তাহলে তা শপথ বলে গণ্য হবে। সে শপথ রক্ষা করতে হবে। শপথ ভঙ্গ করলে কাফ্ফারা আদায় করতে হবে। এ হিসাবে কোরআন ছুঁয়ে শপথ করলেও তা শপথ বলে গণ্য হবে। তবে কারও মাথা ছুঁয়ে বা মাজার ছুঁয়ে শপথ করা যাবে না।

কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামে করা শপথ ভঙ্গ করলে ‘কাফ্ফারা’ স্বরূপ তিনটি কাজের যেকোনো একটি করতে হবে। এক. দশজন দরিদ্রকে মধ্যম শ্রেণির খাদ্য সকাল-বিকেল দুই বেলা খাওয়াতে হবে। এটি অর্থমূল্যে দিতে চাইলে প্রত্যেককে পৌনে দুই কেজি গম বা তার অর্থমূল্য দিতে হবে।
 
দুই. দশজন দরিদ্রকে ন্যূনতম ‘সতর ঢাকা’ (শরীরের যতটুকু অংশ ঢাকা ফরজ) পরিমাণ পোশাক-পরিচ্ছদ দান করতে হবে। তিন. ক্রীতদাস থাকলে একজনকে মুক্ত করে দিতে হবে।

কেউ যদি এ আর্থিক কাফ্ফারা দিতে সমর্থ না হয়, তার জন্য কাফ্ফারা হলো তিনটি রোজা রাখা। হানাফি মাজহাব মতে, ওই রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়