শিরোনাম
◈ এশিয়া কাপসহ বড় আস‌রে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে খেল‌বে ভারত, ত‌বে দ্বিপাক্ষীক‌ ক্রিকেট নয়  ◈ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ আমার স্ত্রীকে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ধর্ষণ করেছিলেন: ভারতের অবসরপ্রাপ্ত কর্নেল অমিত কুমার ◈ এবার বিমানের চাকা চুরি করে অন্য এয়ারলাইনসে বিক্রি! ◈ সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু ◈ কোরআন ছুঁয়ে শপথ, ইসলাম কী বলে? ◈ যে মন্তব্যের কারণে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে বরখাস্ত মার্কিন মুখপাত্র শাহেদ গোরেশি ◈ নির্বাচনি জোট গঠনের চেষ্টায় জামায়াত: অধিকাংশ ইসলামি দলের না ◈ ইসরা‌য়েল‌কে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি এআইএসির ◈ বিকা‌লে সাফ ফুটব‌লে শ‌ক্তিশালী ভারতের মুখোমুখি  বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হামাস ইসরায়েলি সেনাশিবিরে হামলা চালানোয় গাজ়া নিয়ে আরও কঠোর নীতি নেতানিয়াহুর

এল আর বাদল : দক্ষিণ গাজ়ার খান ইউনিসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সেনাশিবিরে হামলা প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের! বুধবার পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনা। ওই ঘটনায় ইজ়রায়েলের তিন সেনাকর্মী আহত হয়েছেন। পাল্টা আক্রমণে প্রাণ গিয়েছে দশ বন্দুকধারীর।

বৃহস্পতিবার ভোররাতে আইডিএফ-এর তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ হামাসের সশস্ত্র যোদ্ধারা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে সেনাশিবিরের দিকে এগোতে থাকেন। তাঁদের হাতে মেশিনগান এবং আরপিজি ছিল। 

তবে হামাসের বড়সড় ওই আক্রমণ প্রতিহত করেছেন কাফির ব্রিগেডের নাহশোন ব্যাটালিয়নের সেনাকর্মীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্তত ১৮ জন হামাস সদস্য এই হামলা চালিয়েছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। কোনও মতে পালিয়ে গিয়েছেন বাকিরা। সম্ভবত সেনাদের অপহরণের লক্ষ্যেই হামলার ছক কষা হয়েছিল, এমনটাই দাবি ইসরায়েলের।

হামাসের হামলার খবরটি নিশ্চিত করেছেন আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন। হামলার দায় স্বীকার করে নিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। হামাসের দাবি, গোলাগুলির পাশাপাশি আত্মঘাতী বোমা হামলাও চালানো হয়। এতে কয়েক জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে বলে দাবি হামাসের। যদিও ইসরায়েলের তরফে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।

অন্য দিকে, আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে বুধবারই গাজ়ার অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের কেন্দ্রস্থলে ৩,৪০০টি আবাসন তৈরির প্রকল্পে সরকারি অনুমোদন মেলার পরেই ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা করেছেন, শীঘ্রই প্যালেস্টাইন রাষ্ট্রের ধারণা পৃথিবী থেকে মুছে ফেলা হবে। 

জেরুসালেমের পূর্বে ‘ই-১ নামে এই বসতি প্রকল্পের কাজ বহু বছর ধরে আটকে ছিল। বুধবার তাতেই সিলমোহর মিলেছে। সঙ্গে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ স্পষ্ট জানিয়েছে, গাজ়া দখলের পরিকল্পনা থেকে তারা সরেনি। ইতিমধ্যে শহরের প্রান্তে প্রান্তে আরও সেনা মোতায়েন করা হয়েছে। বিবৃতি দিয়ে আইডিএফ জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে অতিরিক্ত ৫০,০০০ সেনাকে মোতায়েন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়