শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০৪ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাবে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

ইমরুল শাহেদ: [২] সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) নির্বাচন বয়কট করলেও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী মরিয়ম নওয়াজ রোববার ২২০ ভোট পেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম প্রদেশটি নারী মুখ্যমন্ত্রী পেল। সূত্র: জিওটিভি

[৩] বিরোধী দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলকে কথা বলা থেকে বিরত করায় তারা নির্বাচন বয়কট করে অ্যাসেম্বলি ত্যাগ করেন। এজন্য মরিয়ম নওয়াজের প্রতিদ্বন্দ্বী এসআইসি প্রার্থী রানা আফতাব আহমদ একটি ভোটও পাননি। 

[৪] নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচিত মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে হাউজ লিডার হিসেবে আসন গ্রহণের আমন্ত্রণ জানান স্পিকার। এরপর মরিয়ম নওয়াজ নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে স্বাগত জানিয়ে বক্তব্য শুরু করেন। প্রথম ভাষণে মরিয়ম নওয়াজ বলেন, ‘আমি চেয়েছিলাম বিরোধী দল এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপস্থিত থাকুক।’ এরপর তিনি নিজ দলের অ্যাসেম্বলি সদস্য, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং ইসতেখাব-ই-পাকিস্তান (আইপিপি) সদস্যদের ধন্যবাদ জানান তার পক্ষে ভোট প্রদানের জন্য। 

[৫] তিনি বলেন, ‘মা, বোন, কন্যাদের জন্য এটা হলো গর্বের যে, একজন নারী মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি প্রার্থনা করছি যেন এই প্রক্রিয়া অব্যাহত থাকে। আমি চাই, অন্য নারীরাও আমার মতো হাউজ লিডার হবেন।’

[৬] তিনি আরো বলেন, ‘আমার কোনো প্রতিশোধ বা প্রতিশোধের অনুভূতি নেই এবং আমার যাত্রার মধ্যে রয়েছে আমার গ্রেপ্তার, আমার বাবার গ্রেপ্তার, আমার মায়ের মৃত্যু। আমার অন্তর ও দরোজা সকলের জন্য খোলা।’ সম্পাদনা: ইকবাল খান

আইএস/আইকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়