শিরোনাম
◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে?

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা বন্ধ হবে না:ইসরায়েল

ইওয়েভ গ্যালান্ট

সাজ্জাদুল ইসলাম : [২] ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়েভ গ্যালান্ট লেবানন সীমান্তের কাছে আপার গ্যালিলির সাফেদে দেশটির উত্তরাঞ্চলীয় কমান্ড সদরদপ্তর পরিদর্শন করেন রোববার। এ সময় তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করার কথা বলেন। লেবাননের স্থানীয় গণমাধ্যম এ খবর জানায়। সূত্র : আনাদোলু

[৩] গ্যালান্ট বলেন, সপ্তাহান্তের অনেক ঘটনার পর আমি এই সদরদপ্তর দেখতে এসেছি। ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অবস্থানে হামলা চালানোর পর হিজবুল্লাহও এই সদরদপ্তরের ওপর হামলা চালায়।

[৪] তিনি বলেন, ‘হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রস্ততি এবং কিভাবে সবস্থানেই তাদের ওপর আমাদের গোলাবর্ষণের ক্ষমতা কিভাবে বাড়ানো যায় তা দেখতেই আমি এই সদরদপ্তর পরিদর্শনে এসেছি।’ গ্যালান্ট আরও বলেন, ‘আমরা হিজবুল্লাহ যোদ্ধা ও তাদের নেতাদের ওপর টার্গেট করে হামলা করছি। সামনেও আমরা তাদের ওপর আঘাত হানার এ অভিযান চালিয়ে যাব।’

[৫] ইসরায়েলের উগ্রবাদী প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘জিম্মিদের মুক্তির জন্য দক্ষিণ সীমান্তে (গাজা উপত্যকায়) সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হলে এ অঞ্চলে আমরা সংঘাত থামাবো বলে কেউ মনে করে থাকলে সে ভুল করবে।’ তিনি বলেন,‘আমরা আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্তু স্বতন্ত্রভাবে এ অঞ্চলে হামলা জোরদার করবো।’ গ্যালান্ট বলেন, আমাদের লক্ষ্য পরিস্কার, তাহল আমরা হিজবুল্লাহকে সামরিক শক্তি প্রয়োগ করে বা চুক্তির মাধ্যমে পিছু হটে যেতে বাধ্য করবো।’ সম্পাদনা: রাশিদ 
 

এসই/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়