শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার লক্ষ্য: মেদভেদেভ

সাজ্জাদুল ইসলাম: [২] রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের আরও ভেতরে এগিয়ে যাবে তাদের সেনাবাহিনী। ওডেসা বন্দরনগর নিয়ন্ত্রণে নেওয়ার পর একদিন ইউক্রেনের রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করার কথা ঘোষণা করলেন  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘণিষ্ঠজন মেদভেদভ। সূত্র: রয়টার্স

[৩] রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার বলেন, রুশ সেনারা ইউক্রেনে তাদের সাফল্য বাড়াতে আরও সামনে এগোনোর চেষ্টা চালিয়ে যাবেন। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের আভদিভকা শহরের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। তাদের অগ্রাভিযানের মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ ওই শহরটি থেকে সেনা সরিয়ে নেয় ইউক্রেন।

[৪] রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রুশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা কোথায় থামব তা আমি জানি না। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সবকিছুকে অত্যন্ত গুরুত্বসহকারে নিতে হবে।’

[৫] মেদভেদেভ আরও বলেন, ‘আমরা কি কিয়েভের নিয়ন্ত্রণ নেব? এর উত্তর হল, হ্যা। এটা সম্ভবত কিয়েভ হতে পারে। এখন না হলেও পরের কোনো এক সময়। এ সংঘাতে কোনো একপর্যায়ে তা হতে পারে।’

এসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়