শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাফাহতে স্থল হামলা চালাতে অনড় নেতানিয়াহু, ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১২ 

সাজ্জাদুল ইসলাম: [২] আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহতে স্থল অভিযান চালাতে অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেখানে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বহিনী। প্রায় ১৪ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয় নেওয়া রাফায় স্থল হামলা হলে জিম্মি-বন্দি বিনিময় আলোচনা থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছে হামাস। রোববার রাফাহ’র একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছেন। সূত্র : বিবিসি, আল-জাজিরা, রয়টার্স

[৩] স্থল অভিযান শুরুর আগে রাফাহ থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। উত্তর ও মধ্য গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনসহ এই এলাকায় এখন প্রায় ১৪ লাখ মানুষ অবস্থান করছেন। ওই দুটি অঞ্চলে স্থল অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর নির্দেশে সেখানকার বাসিন্দারা রাফায় আশ্রয় নিয়েছিলেন।

[৪] রাফাহতে স্থল অভিযান চালানো হলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিভিন্ন দেশ। সেখানে স্থল অভিযান সমর্থন করে না বলে আগেই জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে রাফাহতে  রক্তপাত থামাতে ওয়াশিংটনের এ অবস্থান যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে হামাস।

[৫] রাফাহতে অভিযানের বিষয়ে সতর্ক করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, গাজার অর্ধেক বাসিন্দা এখন ওই এলাকায় আশ্রয় নিয়েছেন। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী হাঙ্কে ব্রাইনস স্লোট বলেছেন, স্থল অভিযানে সেখানে অনেক বেসামরিক নাগরিক মারা যেতে পারেন। হামাসের সিনিয়র নেতা মোহাম্মাদ নাজ্জাল বলেন, নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে যুদ্ধ চালিয়ে যেতে চান। 

[৬] গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় র্বোবার জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ১১২ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ নভেম্বর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ২৮ হাজার ১৭৬ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু।

[৭] এদিকে জিম্মিদের মুক্ত করার দাবিতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সামনে বিক্ষোভ করেছেন তাদের পরিবারের সদস্য এবং ‘কনস্টিটিউশন ফ্রম বিলৌ’ নামের একটি সংগঠনের কর্মীরা। এ ছাড়া তেল আবিবে প্রায় প্রতিদিনই এ ধরনের বিক্ষোভ হচ্ছে বলে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে। সম্পাদনা: রাশিদ

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়