শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে জান্তামুক্ত এলাকায় ঐক্য সরকারের কার্যক্রম শুরু

ইমরুল শাহেদ: [২] রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম ইরাবতি। গত ৪ নভেম্বর সাগায়িং অঞ্চলের কাওলিন টাউনশিপ মুক্ত হয়। তখন থেকেই সেখানে বেসামরিক সরকার কার্যক্রম চালিয়েছে বলে উল্লেখ করেছে সশস্ত্র বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও সশস্ত্র জাতিগোষ্ঠী।  

[৩] ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে এক হাজার ১৮০ জন বেসামরিক কর্মকর্তা। তারা আগে থেকেই জান্তা সরকারের আনুগত্য ছেড়ে চলে এসেছে এবং সকলেই সিভিল ডিসওবিডিয়েন্স ম্যুভমেন্টের সদস্য। 

[৪] এদিকে সোমবার কারেন লিবারেশন আর্মি (কেএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) জানিয়েছে, তারা বাগো অঞ্চলের মোনে এলাকার কাইয়াউকি টাউনশিপ দখল করে নিয়েছে। কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) জানিয়েছে, তারা শহরটি পুরোপুরি তাদের দখলে রয়েছে। 

[৫] ইরাবতির অপর এক প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন এলাকায় জান্তা সেনারা পক্ষত্যাগ, নিহত হওয়া এবং গোলাবারুদ ফেলে পালিয়ে যাওয়া বা প্রতিরোধ যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করায় জান্তাদের সেনা সংকট দেখা দিয়েছে। এজন্য জান্তা সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে তারা যদি ব্যারাকে ফিরে আসে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তাদের অনুপস্থিতির সময়টাকে ‘অনুমোদন ছাড়া ছুটি’ হিসেবে গণ্য করা হবে। 

[৬] এ ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীতে কর্মরত একজন সার্জেন্ট বলেছেন, ইতোমধ্যে অনেক সৈন্য পক্ষত্যাগ করেছে। এখনো যারা সেনাবাহিনীতে কর্মরত আছেন, তাদের অনেকেই পালাতে চায়। যারা পক্ষত্যাগ করেছে তারা আর ফিরে আসবে না। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়