শিরোনাম
◈ সরকার পুঁজিবাজার সংস্কারে আনবে বিদেশি বিশেষজ্ঞ , পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ০২:৫৪ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুরিকাঘাতে শিশু আহত হওয়ায় আয়ারল্যান্ডের রাজধানীতে সহিংস বিক্ষোভ 

ইকবাল খান: [২] আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ছুরি হামলায় তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার পর নগরীর কেন্দ্রস্থলে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আল জাজিরা জানায়, ডাবলিনে একটি স্কুলের বাহিরে হামলায় পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশু ও ত্রিশোর্ধ্ব এক নারী গুরুতর আহত হন আর ছয় বছর বয়সী এক মেয়ে ও পাঁচ বছর বয়সী এক বালক জখম হয়। পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘষ বেধে যায়।

[৩] সংঘর্ষের সময় জড়ানো বিক্ষোভকারীরা পুলিশের গাড়িসহ বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেয়।  

[৪] পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। তাকেসহ অন্য আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

[৫] আয়ারল্যান্ডের আইনমন্ত্রী বলেন, লোকজন বিভাজন তৈরির জন্য ভয়াবহ এই আক্রমণকে ব্যবহার করছে। এগুলো অভিবাসন নিয়ে নয়, যেসব শিশুরা হাসপাতালে আছে তাদের নিয়েও নয়।

[৬] কয়েকজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সন্দেহভাজন আক্রমণকারী আয়ারল্যান্ডের একজন নাগরিক এবং তিনি ২০ বছর ধরে দেশটিতে বসবাস করছেন। 

[৭] পরিস্থিতি শান্ত থাকলেও দাঙ্গা পুলিশ রাস্তায় রাস্তায় সতর্ক অবস্থান নিয়ে আছে।

[৮] এ হামলার সঙ্গে কোনো ‘সন্ত্রাসী’ সম্পর্ক নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটিকে একটি বিচ্ছিন্ন হামলা বলে মনে করছেন তারা।

আইকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়