মুসবা তিন্নি: [২] এই হামলায় ‘রাশিয়া ২৪’ টিভি চ্যানেলের সাংবাদিক বরিস মাকসুদভ নিহত হয়েছেন। বুধবার জাপোরিশিয়া অঞ্চলে সাংবাদিকদের একটি দলকে টার্গেট করে ওই ড্রোন হামলা চালানো হয়। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল বরিসকে। সূত্র : আনাদুলো এজেন্সি, আরটি
[৩] মস্কো একাধিক বার রুশ সাংবাদিকদের টার্গেট করার জন্য ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করেছে। গত মাসে ইজভেস্টিয়া নিউজ আউটলেটের তিনজন সাংবাদিককে দনিয়েতস্ক অঞ্চলে গুলি করা হয়।
[৪] বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একদল সাংবাদিকের উপর ইউক্রেন ড্রোন হামলার ফলে রাশিয়া ২৪ টিভি চ্যানেলের একজন সংবাদদাতা গুরুতর আহত হয়েছেন। সম্পাদনা: এম খান