রাশিদুল ইসলাম: [২] পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে আটক কারাগার থেকে আদিয়ালা কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের হাইকোর্ট। সোমবার আদালত এ আদেশ দেন। ডন
[৩] কারাগারে ইমরান খানকে দেওয়া সুযোগসুবিধা নিয়ে আদালতে একটি শুনানি হয়। এই শুনানিতে ছিলেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক। তিনি শুনানিতে বলেন, বিচারাধীন একজন কারাবন্দীকে আদিয়ালা কারাগারে না নিয়ে কেন আটক কারাগারে রাখা হয়েছে। এই শুনানিতে ইমরানকে আদিয়ালা কারাগারে নেওয়ার আদেশ দেওয়া হয়।
[৪] এ সময় ইমরান খানের আইনজীবী শের আফজাল মারওয়াত বিচারপতিকে অনুরোধ জানান, পিটিআইয়ের এই নেতাকে যেন শরীরচর্চার জন্য ব্যায়ামের যন্ত্র দেওয়া হয়। এর জবাবে বিচারপতি ফারুক বলেন, কারাগারে এখন আর এ বা সি ক্লাস নেই। তিনি আরও বলেন, এখন সাধারণ ও উন্নত—এই দুই ধরনের কারাগার রয়েছে। ইমরান খানকে উন্নত ধরনের কারাগারে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
[৫] ইমরান খানের সামাজিক অবস্থান তুলে ধরে বিচারপতি আরও বলেন, তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন।
[৬] আগামী বছরের জানুয়ারির শেষ দিকে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তারিখ ঘোষণার পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন।