শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী ৭ বাংলাদেশি গ্রেপ্তার

রাশিদুল ইসলাম: [২] থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশে গত রোববার সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাই-বাছাই এড়াতে বৌদ্ধভিক্ষুর বেশ ধরেছিলেন। থাইল্যান্ডের গণমাধ্যম দ্য থাইগার সোমবার এ খবর দিয়েছে। আসিয়ান নাও/পাতায়া নিউজ

[৩] বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে।

[৪] গ্রেপ্তার সাত ব্যক্তির সবাই পুরুষ। তারা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে যাওয়া ও কর্তৃপক্ষের চোখ এড়াতে তারা এই কৌশল নেন। 

[৫] গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৪৬ বছর। তিনি এই দলের নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন।

[৬] অনুসন্ধানে কর্তৃপক্ষ জানতে পেরেছে, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে। তারা মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে।

[৭] থাইল্যান্ডের দ্য পাতায়া নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার সাত ব্যক্তির চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া।

[৮] সাত ব্যক্তির সঙ্গে সাধারণ পোশাক ছিল। তা ছাড়া তারা যে বৌদ্ধভিক্ষু, তার সপক্ষে কোনো প্রমাণ তাদের কাছে ছিল না। এই বিষয় উদ্ঘাটনের পর তাদের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্তে পৌঁছায় যে তারা তাদের দাবি অনুযায়ী, বৌদ্ধভিক্ষু নয়। গ্রেপ্তার সাত ব্যক্তির বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়