শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৮:৩৫ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বানের তোপে ভেসে গেছে রুশ সেনারা, দাবি ইউক্রেনের

বাঁধ ধ্বংসের পর প্লাবিত হয় গোটা এলাকা

আখিরুজ্জামান সোহান: মঙ্গলবার (৬ জুন) খেরসনের দানিপ্রো নদীর বাঁধ ধ্বংসের পর সেটির পানিতে কিছু রাশিয়ান সেনা ভেসে গেছে বলে দাবি করেছে ইউক্রেন। বাঁধ ধ্বংসের পর আশপাশের বড় এলাকা প্লাবিত হয়েছে। জলাধারটি নিপ্রো নদীর কূল ঘেঁষে তৈরি করা হয়েছে। অঞ্চলটি বর্তমানে রাশিয়ার দখলে। সূত্র: সিএনএন

ইউক্রেনের সামরিক বাহিনীর ক্যাপ্টেন আন্দ্রেই পিদলিসনি বলেন, ‘বাঁধটি যখন ধ্বংস হলো, তখন নিপ্রো নদীর একপাশে রুশ সেনারা অবস্থান করছিলেন। সেখানে থাকা রুশ সেনারা নিজেদেরকে রক্ষা করতে পারেননি। নদীর অপর পাশে থাকা রাশিয়ার সেনা দলগুলো ভেসে গেছে।

'ড্রোনের মাধ্যমে রুশ সেনাদের পানিতে ভেসে যেতে দেখেছেন তারা। এছাড়া ঘটনাস্থলে থাকা ইউক্রেনের সেনারাও বিষয়টি দেখেছেন।'

তিনি বলেছেন, ‘রাত ৩টার দিকে শত্রুরা (রুশ সেনা) দানিপ্রো নদীর বাঁ পাশে পানির উচ্চতা বাড়াতে কাখোভগা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেয়। তাদের লক্ষ্য ছিল নিকট ভবিষ্যতে যেন ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ না চালাতে পারে সেটি নিশ্চিত করা।’

পিদলিসনি মনে করেন, ইউক্রেনের আসন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দিতেই বাঁধটি ধ্বংস করেছে রাশিয়া। বাঁধটি গুঁড়িয়ে দেয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা।

তবে রাশিয়ার দাবি, পাল্টা হামলার ব্যর্থতা আড়াল করতে ইউক্রেন নাশকতা চালিয়ে বাঁধটি ধ্বংস করেছে।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়