সাজ্জাদুল ইসলাম: ইউক্রেন জানিয়েছে যে রুশ বাহিনী অধিকৃত খেরসন এলাকায় নোভা কাখোভকা বাঁধটি উড়িয়ে দিয়েছে। ই্উক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, তারা বাঁধটির ক্ষয়ক্ষতির মাত্রা, পানির গতি ও পরিমান এবং যেসব এলাকা প্লাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে সেসব ক্ষতিয়ে দেখছে। সূত্র: আল-জাজিরা, বিবিসি
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সবচেয়ে বড় বাঁধ হলো নোভা কাখোভকা বাঁধ। তবে রুশ দখলকৃত খেরসন অঞ্চলে মস্কো প্রতিষ্ঠিত প্রশাসনের কর্মকর্তার অবশ্য বাঁধটি উড়িয়ে দেওয়ার দাবি অস্বীকার করেছেন।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাউথ কমান্ড মঙ্গলবার তার ফেসবুক পেজে লিখেছে, রুশ বাহিনী নোভা কাখোভকা (জলাধার) বাঁধটি উড়িয়ে দিয়েছে। নোভা কাখোভকার বেসামরিক প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, বাঁধটি ধ্বংস করা হয়েছে এবং ওই এলাক তলিয়ে যাচ্ছে।
অপর বার্তা সংস্থা আরআইএ নোভা কাখোভকার মেয়রের বরাত দিয়ে জানায়, গোলার আঘাতে বাঁধটি ধ্বংস হয়েছে। তারা এ গোলাবর্ষণের জন্য ইউক্রেনকে দায়ী করেছে।
এর আগে মেয়র ভøাদিমির লেওনটিয়েভ বাঁধটি টার্গেট করে হামলা চালানোর কথা অস্বীকার করেছিলেন। তিনি বলেন, সব কিছু শান্ত আছে এবং সেখানে কিছুই হয়নি।
নোভা কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রটি খেরসনের দক্ষিণে ডনিয়েপার নদীর ওপর অবস্থিত। সোভিয়েত আমলে নির্মিত বাঁধটি খেরসনে রুশ নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। বাঁধ ধ্বংসের ফলে যুদ্ধাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে কাখোভকা বাঁধের কাছে প্রচন্ড বিস্ফোরণ ঘটার দৃশ্য দেখা যায়। সম্পাদনা: রাশিদ
এসআই/আরআর/এএ