শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০১:৩০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত

সাজ্জাদুল ইসলাম: সোমালিয়ায় জঙ্গী হামলায় উগান্ডার ৫৪ সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতরা সেখানে শান্তিরক্ষী হিসেবে কাজ করছিলেন। গত সপ্তাহে দেশটির একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। উগান্ডার প্রেসিডেন্টের বরাত দিয়ে রোববার (৪ জুন) রয়টার্ম এ খবর জানিয়েছে। সূত্র: আল-জাজিরা

রয়টার্স জানায়,আফ্রিকা শৃঙ্গের দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুলামারের ওই সামরিক ঘাঁটিতে গত শুক্রবার ভোরে আল শাবাব যোদ্ধারা হামলা চালায়।

উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি শনিবার এক বিবৃতিতে বলেন, সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে আল শাবাবের হামলায় তাদের দেশে ৫৪ জন শান্তিরক্ষী সেনা নিহত হয়েছেন।তিনি বলেন, ওই হামলার পর আল-শাবাব ঘাঁটির নিয়ন্ত্রণ দখল করে। পরে উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) আল-শাবাবকে সেখান থেকে হটিয়ে দিয়ে ঘাঁটি পুণর্দখল করে।  

মুসেভেনি গত সপ্তাহে বলেছিলেন, উগান্ডার সৈন্যদের হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু হামলার বিষয়ে বিশদ কোনও বিবরণ সেসময় দেননি তিনি।

এদিকে জঙ্গি গোষ্ঠী আল শাবাব দাবি করেছে যে, তারা ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং ১৩৭ জন সৈন্যকে হত্যা করেছে। সন্ত্রাসী এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শরিয়া ভিত্তিক নিজস্ব শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৬ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে।

গত আগষ্টের নির্বাচনে প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ জয়ী হওয়ার পর সরকার ব্যাপক আক্রমণ চালায়। এতে  সোমালিল্যান্ডের বিরাট এলাকার ওপর আল-শাবাবের নিয়ন্ত্রণের অবসান ঘটে। তারপরও সরকারের বাণিজ্যিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরণের হামলা চালানোর ক্ষমতা গ্রুপটির রয়েছে। 

মোগাদিসু থেকে আল-শাবাবকে হটিয়ে দিতে সেখানে সেনা পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ আল-শাবাব প্রতিবেশি কেনিয়াতেও মাঝেমধ্যে হামলা করে থাকে।

আল-শাবাবের বিরুদ্ধে যুদ্ধে সোমালিয়ার ফেডারেল সরকারকে সহায়তা করতে দেশটিতে আফ্রিাকার বিভিন্ন দেশের  ২২ হাজার সেনা মোতায়েন রয়েছে। সম্পাদনা: রাশিদ

এসআই/আরআর/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়