শিরোনাম
◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৩:০২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবানলে পুড়ল কানাডার ২৭ লাখ হেক্টর বনভূমি

দাবানলে পুড়ল কানাডার বনভূমি

সাজ্জাদুল ইসলাম: গত তিন দশকের গড় দাবানলের তুলনায় কানাডার এ বছরের দাবানল ছিল আট গুণ ভয়ংকর। দেশটিতে এখন দু’শরও বেশি দাবানল জ্বলছে। দেশটির কর্মকর্তারা গত বৃহস্পতিবার জানিয়েছেন। সূত্র: আল-আরাবিয়া 

মে মাসে দেশটির পশ্চিমাঞ্চলে বড় ধরণের দাবানল ছড়িয়ে পড়ে। আলবার্টা ও সাতাটচেওয়ান প্রদেশে এ দাবানল দেখা দেয়। গত সপ্তাহে আটলান্টিক উপকুলবর্তী নোভা স্কটিয়া প্রদেশে দাবানলে জ্বলছে বনভুমি। নোভা স্কটিয়ায় বৃহস্পতিবার ১৬টি দাবানল জ্বলছিল। প্রদেশটির প্রধান শহর হলিফ্যাক্সের কাছ থেকে ১৬ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। 

কানাডার জরুরী প্রস্তুতি মন্ত্রী বিল ব্লেয়ার বলেন, বর্তমানে ২১১টি দাবানল জ্বলছে।  এর মধ্যে ৮২টি নিয়ন্ত্রণের বাইরে। মৌসুমির শুরুতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নজীরবিহীন। এতে সব কানাডিয়ান গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। 

দমকল কর্মীরা জানান, দেশের পূর্বাঞ্চলে চরম দাবদাহ ও ঝড়ো হাওয়া পরিস্থিতিকে আরো খারাপ করে তুলছে। লেক বারিংটনের কাছে দাবানল ক্রদের জন্য হুমকি সৃষ্টি করেছে। সেখানে ২০ হজার হেক্টর বনভূমি জ্বলছে। এটি প্রদেশটিতে এ যাবতকালের সবচাইতে বড় দাবানল। সেখান থেকে দু’হাজারেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পশ্চিম কানাডার আলবার্টায় ৬০টিরও বেশি দাবানল জ্বলছে। পার্শ্বের সাস্কাটচেওয়ান প্রদেশে আরো ২০টি দাবানল জ্বলছে।

উল্লেখ্য, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে কানাডার অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসআই/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়