শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০৯:১৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৩, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি নিয়ে ভারতের সবুজ সংকেত পেলো নেপাল

ইমরুল শাহেদ: ত্রিপক্ষীয় ব্যবস্থায় ভারত এই প্রথমবারের মতো সম্মত হয়েছে। তাতে বিদ্যুত-বাণিজ্যের খাত নিয়ে উপ-আঞ্চলিক সহযোগিতাকে উৎসাহিত করবে। সূত্র: ডেইলি স্টার 

নয়াদিল্লি সফররত নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল এবং ভারতের নরেন্দ্র মোদির মধ্যে আলোচনার সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের লক্ষ্য হল নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিডের মাধ্যমে ট্রানজিট করে বাংলাদেশে দেওয়া।’

কোয়াত্রা বলেন, জলবিদ্যুৎ সহযোগিতা ‘শুধু ভারত ও অন্যান্য দেশের মধ্যে নয়, সমগ্র অঞ্চলের মধ্যে সহযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং, এই ক্ষেত্রে, আপনি যদি বিদ্যুৎ সহযোগিতার দিকে তাকান, তাহলে ভারত ও বাংলাদেশের মধ্যেও একই ব্যাপার রয়েছে। ভারত ও নেপাল এ বিষয়ে ব্যাপকভাবে কথা বলেছে।’

তিনি বলেন, ‘আঞ্চলিক সংযোগ জোরদারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো বিদ্যুৎ এবং বিদ্যুৎ বাণিজ্যকে ব্যবহার করা। এদিক থেকে এটাই হলো প্রথম প্রচেষ্টা।’

সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ বাণিজ্যের ট্রানজিট অনুমতি দেওয়ার জন্য নেপাল এবং বাংলাদেশ বেশ কিছুদিন ধরে ভারতকে চাপ দিয়ে আসছিল এবং নয়াদিল্লির সবুজ সংকেতের অপেক্ষায় ছিল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে তার সরকারি সফরের সময় ভারত হয়ে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি উত্থাপন করেছিলেন। মে মাসের মাঝামাঝি নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদের ঢাকা সফরের সময়ও বিষয়টি উত্থাপিত হয়েছিল যখন তিনি বাংলাদেশের কোম্পানিগুলোকে তার দেশের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান। সম্পাদনা: তারিক আল বান্না

আইএস/টিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়