শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৩, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে কিয়েভে চলতি মাসের ১৫তম বিমান হামলা রাশিয়ার

ইমরুল শাহেদ: সোমবার ভোর রাতে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে রুশ বাহিনী।  আল-জাজিরা

ইউক্রেনের সামরিক প্রশাসনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনী ৪০টিরও বেশি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে। 

মেয়র ভিটালি ক্লিটসকো এবং সামরিক প্রশাসন জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা কাজ করছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের রাতে ব্যাপকভাবে ড্রোন হামলা চালানো হয়েছে। তাতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। 

কিয়েভ ইনডিপেন্ডেন্ট নিউজ ওয়েভসাইটে বলা হয়েছে, বেশির ভাগ ড্রোনই ইরানের তৈরি শাহেদ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে বলেছেন, ‘ক্রমাগত এই আক্রমণের মাধ্যমে, শত্রুরা বেসামরিক জনগণকে গভীর মানসিক উত্তেজনার মধ্যে রাখতে চায়।’

এদিকে হামলার বিষয়ে মস্কো থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া রয়টার্সও স্বাধীনভাবে হামলার মাত্রার রিপোর্টটি যাচাই করতে সক্ষম হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, সোমবার ভোরে কিয়েভ শহরসহ পুরো ইউক্রেন বিমান হামলার সতর্কতার অধীনে থাকলেও তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

রাশিয়া সম্প্রতি কিয়েভের ওপর আক্রমণ ব্যাপকভাবে বাড়িয়েছে। সাম্প্রতিক এসব হামলায় রাশিয়া তথাকথিত কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করছে। সম্পাদনা: রাশিদ

আইএস/আরআর/এএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়