শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৪৬ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ১২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের নারীশিক্ষা আন্দোলন কর্মী গ্রেপ্তার

মিহিমা আফরোজ: মঙ্গলবার নারী শিক্ষার একজন বিশিষ্ট আফগান প্রচারক মতিউল্লাহ ওয়েসাকে গ্রেপ্তার করেছে তালিবান সরকার। এমনকি কিশোরী এবং মহিলাদের শ্রেণীকক্ষে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি

মতিউল্লাহ ওয়েসা আফগানিস্তানের সকল শিশু-কিশোরদের শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষা ব্যাবস্থার উন্নতি করার লক্ষ্যে বছরের পর বছর কাজ করে যাচ্ছে। কিন্তু তার এই কাজের জন্য প্রায়শই তাকে হুমকির মুখে পড়তে হয়েছে।

নারী শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে এমন বেশ কয়েকজন কর্মীকে তালিবান সরকার ইতোমধ্যে গেপ্তার করেছে। এই ঘটনার রেশ না কাটতেই মতিউল্লাহ ওয়েসাকেও তারা গ্রেপ্তার করেছে। তবে তালিবান সরকার তাকে গেপ্তার করার মূল কারণ এখনও জানায়নি।

মতিউল্লাহ ওয়েসার ভাই সামিউল্লাহ ওয়েসা বলেছেন, গত সোমবার সন্ধ্যায় কাবুলের একটি মসজিদের বাইরে দুটি গাড়িতে করে কয়েকজন এসে তাদের পথ আটকায়। মতিউল্লাহ তাদের পরিচয়পত্র চাইলে তারা তাকে মারধর করে এবং জোর করে তুলে তাকে নিয়ে যায়।

২০২১ সালে তালিবান সরকার নারী শিক্ষা নিষিদ্ধ করার পর থেকে মতিউল্লাহ ওয়েসা তার দাতব্য প্রতিষ্ঠান ‘পেনপাথ’ এর মাধ্যমে মেয়েদের পড়াশোনার অধিকারের জন্য প্রচারণা চালাচ্ছেন। মতিউল্লাহ ওয়েসাকে গেপ্তার করার মূল কারণ ব্যাখ্যা করতে তালিবান সরকারের কাছে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মিশন।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়