শিরোনাম
◈ বাংলাদেশের প্রতি ভারতের শত্রুভাবাপন্ন নীতি এখনো বদলায়নি ◈ শেষ মুহূ‌র্তে ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে জয়ব‌ঞ্চিত কর‌লো চেল‌সি ◈ মাদুরোকে আটকের পর উত্তাল ভেনেজুয়েলা: রাজপথে নামার ডাক দিলেন ছেলে মাদুরো গেরা ◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৮:৪১ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাদাখ সীমান্তের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক: জয়শঙ্কর

সাজ্জাদুল ইসলাম: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সীমান্তে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে। সীমান্তের পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর ও বিপজ্জনক হয়ে আছে। শান্তি বৈঠকে সেনা সরানোর কথা বললেও আদতে চীন সেনার সংখ্যা বাড়াচ্ছে। অস্ত্রশস্ত্রও মজুত করছে। ভারতও তাদের শক্তি বৃদ্ধি করছে। উভয় দেশের সেনারা এখন পরস্পরের মুখোমুখি অবস্থান করছে। টিআরটি ওয়ার্ল্ড, ইন্ডিয়া টুডে

গত শুক্রবার ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডে অভিযোগ করেন যে, লাদাখে চীন বার বার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করেছে। শান্তি চুক্তির পরেও শক্তি বাড়িয়ে চলেছে তারা। তবে চীন সীমান্তে অশান্তি জিইয়ে রাখতে চাইলে ভারতও যে তার উচিৎ জবাব দিতে তৈরি রয়েছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। 

ইন্ডিয়া টুডে কনক্লেভের মঞ্চ থেকে গত শনিবার চীন ইস্যুতে ভারতের এ অবস্থান স্পষ্ট করেছেন জয়শঙ্কর। চীনকে কড়া সমালোচনা করে তিনি স্মরণ করিয়ে দেন যে, গালওয়ান সংঘর্ষের সময় ভারতও উপযুক্ত জবাব দিয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যা দরকার, ভবিষ্যতে ভারত তার সবই করবে । সামরিক স্তরে দফায় দফায় বৈঠকের পরেও সীমান্ত সমস্যার সমাধানে এসে পৌঁছতে পারেনি ভারত ও চীন।

২০২০ সালে এপ্রিল মাস নাগাদ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে একাধিক বার ভারতে প্রবেশের চেষ্টা করেছে চীনের সেনারা। সেই সময় উভয় পক্ষে ২৪ সেনা নিহত হয়। এরমধ্যে ২০ জনই ছিল ভারতীয় সেনা। সেসময় চীনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতির সুরাহা করেছিল চীন ও ভারত। সম্পাদনা: রাশিদ 

এসআই/আরআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়