শিরোনাম
◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০১ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮০ বছর পর আবারও জার্মান ট্যাঙ্কের সামনে রাশিয়া

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের সাথে তুলনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টালিনগ্রাদের লড়াই সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এ তুলনা দিয়েছেন। রাইজিংবিডি.কম

ইউক্রেনে লিওপার্ড-২ ট্যাঙ্ক পাঠানোর জার্মানির সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে।

তিনি বলেছেন, ‘এটা অবিশ্বাস্য হলেও সত্য, আমাদের আবার জার্মান লিওপার্ড ট্যাঙ্কের হুমকি দেওয়া হচ্ছে।’

গত বছর ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনকে রক্ষায় কিয়েভকে অস্ত্র দিয়ে সাহায্য করছে জার্মানিসহ পশ্চিমা দেশগুলো। তার ভূখণ্ড রক্ষায় সাহায্যকারী অনেক দেশের মধ্যে জার্মানি অন্যতম।

পুতিন জানিয়েছেন, তিনি চাইলেই যুদ্ধে প্রচলিত অস্ত্রের বাইরে যেতে চাইতে পারেন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘যারা যুদ্ধের ময়দানে রাশিয়াকে পরাজিত করার আশা করে তারা বুঝতে পারছে না। মনে হচ্ছে, রাশিয়ার সাথে আধুনিক যুদ্ধ তাদের জন্য একেবারেই ভিন্ন হবে। আমরা তাদের সীমান্তে আমাদের ট্যাঙ্ক পাঠাচ্ছি না, তবে আমাদের কাছে জবাব দেওয়ার উপায় রয়েছে। এটি কেবল সাঁজোয়া যানের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সবাইকে এটি বুঝতে হবে।’

এমএএস
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়