শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০২:১৯ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রেসিডেন্সিতে দেখানো হবে মোদির তথ্যচিত্র

মোদি

ইমরুল শাহেদ: গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ তথ্যচিত্রটির প্রদর্শন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। তারপর কেরালা সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যজুড়ে ওই তথ্যচিত্র দেখানোর কর্মসূচি নেওয়া হবে। বেশি রাতে নির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করে দিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। দি ওয়াল

সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রেসিডেন্সি কলেজ ইউনিট সিদ্ধান্ত নিয়েছে ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্যাডমিন্টন কোর্টে বিকেল চারটের সময় বিবিসি নির্মিত এই তথ্যচিত্রটি দেখানো হবে।

এমনিতেই প্রেসিডেন্সিতে ছাত্র সংসদ নির্বাচন, মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার অধিকার সুনিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘটে আছে এসএফআই। তার মধ্যেই এই কর্মসূচি ঘোষণা করল তারা।

বিবিসি যদিও তথ্যচিত্রটি ভারতে রিলিজ করেনি। বিবিসি টু চ্যানেলে সেটি ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বহু জায়গায় রিলিজ করেছে। কিন্তু ইন্টারনেটের উন্নত প্রযুক্তির সাহায্যে এদেশে অনেকেই ইউটিউবে তথ্যচিত্রটি দেখেছেন। সেটির লিংক শেয়ার করেছেন।

কেন্দ্রীয় সরকার গত রোববার তথ্য প্রযুক্তি আইনের ধারা উল্লেখ করে বলে, ভারতের ইন্টারনেট পরিষেবা থেকে ওই তথ্যচিত্রের সমস্ত লিঙ্ক মুছে দিতে হবে । লিঙ্ক শেয়ার করাও বেআইনি, জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।

মঙ্গলবার গণমাধ্যমকে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছিলেন, তথ্যচিত্রটি প্রদর্শনের ব্যাপারে আলোচনা চলছে। দেখা গেল বেশি রাতে তাদের সংগঠনের প্রেসিডেন্সি ইউনিট সেই কর্মসূচি ঘোষণা করে দিয়েছে।

কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও মঙ্গলবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন পরিচালিত ছাত্র সংসদ এই তথ্যচিত্রের স্ক্রিনিং আয়োজন করেছিল। কিন্তু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ক্যাম্পাসে।

প্রেসিডেন্সির ক্ষেত্রে কর্তৃপক্ষের এ হেন ভূমিকায় অবতীর্ণ হওয়ার সম্ভাবনা কম। তবে বিজেপি কী করবে সেদিকেও নজর থাকবে শুক্রবার।

আইএম/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়