স্বামীকে ফাঁসাতে নিজের পাঁচ বছর বয়সী মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে এক পাষণ্ড মা। ঘটনাটি ভারতের লক্ষনউ শহরের। অভিযুক্ত নারীর নাম রশনি খান। স্বামীর সঙ্গে কলহের পর মেয়ে নিয়ে প্রেমিক উদিত জয়সওয়ালের সঙ্গে লিভ ইনের সম্পর্কে ছিলো ওই নারী।
এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর পরিপ্রেক্ষিতে স্বামীকে ফাঁসাতে মেয়েকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। এরপর নিজেই পুলিশকে ফোন করে বিষয়টি অবগত করে।
তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রশনি পুলিশকে মিথ্যা তথ্য দিয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার বিশ্বজিত শ্রীবাস্তব বলেছেন মেয়েটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মা হয়ে মেয়েকে খুন করার ওই ঘটনায় সবাই হতবাক।
সূত্র: এনডিটিভি