শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনে রুশ হামলায় মালডোভার কিয়দংশ অন্ধকারে

ইমরুল শাহেদ: রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র ব্যারেজ উন্মোচন করেছে, যা পাওয়ার গ্রিডের ক্ষতি করে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার বিরামহীন ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিলগুলো অকেজো হয়ে পড়েছে। এর মধ্যে মালডোভার কিছু অংশও রয়েছে। আল-জাজিরা

প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার এক ভিডিও বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেন, ‘আমাদের তাপমাত্রা যখন শূন্যের কোঠায় তখন কোটি কোটি মানুষকে জ্বালানি সরবরাহ, তাপ, পানিহীন করে দেওয়া অবশ্যই মানবতার বিরুদ্ধে একটা বড় ধরনের অপরাধ।’

কর্তৃপক্ষ বলেছে, বুধবার একটি রকেট হামলা ভবন ধসে যাওয়ার পর রাজধানী কিয়েভেও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই রকেট হামলায় ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছে।

শীতের তীব্রতাকে সামনে রেখে মস্কো ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে দ্রুততার সঙ্গে হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত থোমাস-গ্রীণফিল্ড বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিস্কার ভাবেই ইউক্রেনের জনসাধারণকে জিম্মি করে, তাদেরকে ব্যাপক ভোগান্তির দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট দেশটিকে বরফে পরিণত করে বশ্যতা স্বীকার করাতে চায়।

রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, জেলেনস্কির ভিডিওর মাধ্যমে উপস্থিত হওয়া কাউন্সিলের নিয়ম বহির্ভূত এবং তিনি এটাকে ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের ‘বেপরোয়া হুমকি এবং আল্টিমেটাম’ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন।

সাম্প্রতিক রুশ হামলা শুরু হওয়ার আগে জেলেনস্কি বলেছিলেন, রুশ হামলায় ইউক্রেনের অর্ধেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

আইএস/এনএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়