শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনে রুশ হামলায় মালডোভার কিয়দংশ অন্ধকারে

ইমরুল শাহেদ: রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র ব্যারেজ উন্মোচন করেছে, যা পাওয়ার গ্রিডের ক্ষতি করে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার বিরামহীন ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিলগুলো অকেজো হয়ে পড়েছে। এর মধ্যে মালডোভার কিছু অংশও রয়েছে। আল-জাজিরা

প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার এক ভিডিও বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেন, ‘আমাদের তাপমাত্রা যখন শূন্যের কোঠায় তখন কোটি কোটি মানুষকে জ্বালানি সরবরাহ, তাপ, পানিহীন করে দেওয়া অবশ্যই মানবতার বিরুদ্ধে একটা বড় ধরনের অপরাধ।’

কর্তৃপক্ষ বলেছে, বুধবার একটি রকেট হামলা ভবন ধসে যাওয়ার পর রাজধানী কিয়েভেও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই রকেট হামলায় ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছে।

শীতের তীব্রতাকে সামনে রেখে মস্কো ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে দ্রুততার সঙ্গে হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত থোমাস-গ্রীণফিল্ড বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিস্কার ভাবেই ইউক্রেনের জনসাধারণকে জিম্মি করে, তাদেরকে ব্যাপক ভোগান্তির দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট দেশটিকে বরফে পরিণত করে বশ্যতা স্বীকার করাতে চায়।

রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, জেলেনস্কির ভিডিওর মাধ্যমে উপস্থিত হওয়া কাউন্সিলের নিয়ম বহির্ভূত এবং তিনি এটাকে ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের ‘বেপরোয়া হুমকি এবং আল্টিমেটাম’ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন।

সাম্প্রতিক রুশ হামলা শুরু হওয়ার আগে জেলেনস্কি বলেছিলেন, রুশ হামলায় ইউক্রেনের অর্ধেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

আইএস/এনএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়