শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনে রুশ হামলায় মালডোভার কিয়দংশ অন্ধকারে

ইমরুল শাহেদ: রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র ব্যারেজ উন্মোচন করেছে, যা পাওয়ার গ্রিডের ক্ষতি করে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার বিরামহীন ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিলগুলো অকেজো হয়ে পড়েছে। এর মধ্যে মালডোভার কিছু অংশও রয়েছে। আল-জাজিরা

প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার এক ভিডিও বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেন, ‘আমাদের তাপমাত্রা যখন শূন্যের কোঠায় তখন কোটি কোটি মানুষকে জ্বালানি সরবরাহ, তাপ, পানিহীন করে দেওয়া অবশ্যই মানবতার বিরুদ্ধে একটা বড় ধরনের অপরাধ।’

কর্তৃপক্ষ বলেছে, বুধবার একটি রকেট হামলা ভবন ধসে যাওয়ার পর রাজধানী কিয়েভেও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই রকেট হামলায় ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছে।

শীতের তীব্রতাকে সামনে রেখে মস্কো ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে দ্রুততার সঙ্গে হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত থোমাস-গ্রীণফিল্ড বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিস্কার ভাবেই ইউক্রেনের জনসাধারণকে জিম্মি করে, তাদেরকে ব্যাপক ভোগান্তির দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট দেশটিকে বরফে পরিণত করে বশ্যতা স্বীকার করাতে চায়।

রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, জেলেনস্কির ভিডিওর মাধ্যমে উপস্থিত হওয়া কাউন্সিলের নিয়ম বহির্ভূত এবং তিনি এটাকে ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের ‘বেপরোয়া হুমকি এবং আল্টিমেটাম’ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন।

সাম্প্রতিক রুশ হামলা শুরু হওয়ার আগে জেলেনস্কি বলেছিলেন, রুশ হামলায় ইউক্রেনের অর্ধেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

আইএস/এনএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়