শিরোনাম
◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনে রুশ হামলায় মালডোভার কিয়দংশ অন্ধকারে

ইমরুল শাহেদ: রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র ব্যারেজ উন্মোচন করেছে, যা পাওয়ার গ্রিডের ক্ষতি করে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার বিরামহীন ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিলগুলো অকেজো হয়ে পড়েছে। এর মধ্যে মালডোভার কিছু অংশও রয়েছে। আল-জাজিরা

প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার এক ভিডিও বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেন, ‘আমাদের তাপমাত্রা যখন শূন্যের কোঠায় তখন কোটি কোটি মানুষকে জ্বালানি সরবরাহ, তাপ, পানিহীন করে দেওয়া অবশ্যই মানবতার বিরুদ্ধে একটা বড় ধরনের অপরাধ।’

কর্তৃপক্ষ বলেছে, বুধবার একটি রকেট হামলা ভবন ধসে যাওয়ার পর রাজধানী কিয়েভেও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই রকেট হামলায় ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছে।

শীতের তীব্রতাকে সামনে রেখে মস্কো ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে দ্রুততার সঙ্গে হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত থোমাস-গ্রীণফিল্ড বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিস্কার ভাবেই ইউক্রেনের জনসাধারণকে জিম্মি করে, তাদেরকে ব্যাপক ভোগান্তির দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট দেশটিকে বরফে পরিণত করে বশ্যতা স্বীকার করাতে চায়।

রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, জেলেনস্কির ভিডিওর মাধ্যমে উপস্থিত হওয়া কাউন্সিলের নিয়ম বহির্ভূত এবং তিনি এটাকে ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের ‘বেপরোয়া হুমকি এবং আল্টিমেটাম’ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন।

সাম্প্রতিক রুশ হামলা শুরু হওয়ার আগে জেলেনস্কি বলেছিলেন, রুশ হামলায় ইউক্রেনের অর্ধেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

আইএস/এনএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়