শিরোনাম
◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ১২:৫৪ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে ৬২৫ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের, সতর্ক করলো রাশিয়া

ইউক্রেনের সেনা

ইমরুল শাহেদ: ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হাই মোবালিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) রকেট লঞ্চারসহ সর্বাধুনিক অস্ত্রের ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়া বলেছে, এতে যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আল-জাজিরা

এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের যেসব অংশ রাশিয়া দখল করে নিয়েছে, দক্ষিণ ও পূর্বাঞ্চলের সে সব এলাকা মুক্ত করার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। 

জেলেনস্কি বলেছেন, তার বাহিনী খুব দ্রুত এবং দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। দুটি রণক্ষেত্রেই তারা বেশ কিছু গ্রাম দখল মুক্ত করতে পেরেছে। 

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আহ্বানে ফোনে যোগ দিয়ে বাইডেন কিয়েভের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থনের উপর জোর দিয়েছেন। যতদিনই লাগুক রাশিয়ার ছোবল থেকে ইউক্রেনকে মুক্ত রাখার জন্য সমর্থন জানিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাইন। এ তথ্য জানানো হয়েছে হোয়াইট হাউজের এক বিবৃতিতে। 

ইউক্রেনের চারটি অঞ্চল সাজানো গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করে নেওয়ার ঘোষণার পর এটাই হলো যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক প্যাকেজ। ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়াভুক্ত ঘোষণা বিশ্বজুড়ে নিন্দিত হয়েছে। বলা হয়েছে রাশিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 

হোয়াইট হাউস বলেছে যে অস্ত্রগুলি - মার্কিন সামরিক মজুদ থেকে অবিলম্বে টানা হবে - এতে আরও চারটি এইচআইএমএআরএস নির্ভুল রকেট লঞ্চার, ৭৫,০০০ রাউন্ড গোলাবারুদ সহ ৩২টি হাউইৎজার, ২০০টি মাইন-প্রতিরোধী অ্যাম্বুশ প্রোটেক্টেড (এসআরএপি) যান এবং ক্লেমোর অ্যান্টি-পারসনেল মাইন অন্তর্ভুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়