শিরোনাম
◈ পরিবহন ও যোগাযোগ খাতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা সরকারের ◈ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন শিক্ষামন্ত্রী ◈ গাড়ির ধাক্কায় শিশু নিহত: ডিএসসিসির চালকসহ ৩ কর্মী চাকরিচ্যুত ◈ রোহিঙ্গদের ফেরাতে অস্ট্রিয়ার কাছে সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন উদযাপনসহ দুই মামলার চার্জ শুনানি ২১ জুলাই ◈ স্কুল বন্ধে হাইকোর্টের আদেশে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, যাবেন আপিলে ◈ রাজনীতিতে নতুন কিছু না পেয়ে মির্জা ফখরুল গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন: ওবায়দুল কাদের   ◈ মঙ্গলবার পর্যন্ত ২৫ জেলার স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা শিক্ষা মন্ত্রণালয়ের ◈ তীব্র তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ ◈ কুমিল্লায়  তীব্র গরমে একই স্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৩ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিজেপি’র অর্থ 'একটি বড় মিথ্যাবাদী দল' : বিহারের উপ-মুখ্যমন্ত্রী

রাশিদুল ইসলাম: ভারতে বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও ‘আরজেডি’ নেতা তেজস্বী যাদব বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘বিজেপি’র অর্থ একটি বড় মিথ্যাবাদী দল। তিনি রোববার হরিয়ানায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। পারসটুডে

তেজস্বী যাদব বলেন, ‘মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপির বিরুদ্ধে যে শেষ হাতুড়ির আঘাত করেছেন, এখন তারা তা থেকে উঠতে পারছে না। নীতিশ কুমারের একটাই লক্ষ্য, ২০২৪ সালে ‘সাম্প্রদায়িক শক্তি’কে উৎখাত করা। বিজেপির অর্থ একটি বড় মিথ্যাবাদী দল, কারণ অমিত শাহ পূর্ণিয়ায় এসেছিলেন, তারপর তিনি বলেছিলেন, পূর্ণিয়ায় একটি বিমানবন্দর তৈরি হচ্ছে, কিন্তু আসলে সেখানে একটি ইটও ফেলা হয়নি।’   

আরজেডি নেতা তেজস্বী যাদব আজ উগ্রহিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং বিজেপিকে নিশানা করে আরও বলেন, ‘পাঞ্জাবের মানুষ কৃষক আন্দোলন পরিচালনা করে সংঘীদের একটি দুর্দান্ত পাঠ শিখিয়েছে। ‘আরজেডি’ প্রধান লালু প্রসাদ যাদব ওই ‘সাম্প্রদায়িক শক্তি’র সামনে মাথা নত করেননি। আজ ওই লোকেরা কৃষকদের সমস্যা, মূল্যস্ফীতি, বেকারত্ব নিয়ে কথা বলবে না।’  

ওই সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতিশ কুমার বলেন, ওমপ্রকাশ চৌতালাকে ফাঁসানোর পর জেলে পাঠানো হয়েছিল। তিনি আমাদের বিজেপি ছেড়ে যেতে বলেছিলেন, আমরা সেই কথা মেনে চলে এসেছি। ওরা গত নির্বাচনে আমাদের প্রার্থীকে পরাজিত করার জন্য জড়িত ছিল। বিহারে বর্তমানে ৭টি দল একসঙ্গে আছে এবং ওরা (বিজেপি) আলাদা। তাদের পক্ষে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জেতা সম্ভব  নয়। গোটা দেশকে এজন্য ঐক্যবদ্ধ হতে হবে।’

রোববার দেশের সাবেক উপ-প্রধানমন্ত্রী চৌধুরী দেবীলালের ১০৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আইএনএলডি’ প্রধান ওপি চৌতালার আমন্ত্রণে হরিয়ানার ফতেহাবাদে 'সম্মান দিবস সমাবেশে' অংশ নিতে বিজেপি বিরোধী অনেক নেতা এক মঞ্চে ছিলেন। রাজনৈতিক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। 

ওই অনুষ্ঠানে ‘এনসিপি’ প্রধান শারদ পাওয়ার, বিহারের মুখ্যমন্ত্রী ও ‘জেডিইউ’ নেতা নীতিশ কুমার, বিহারের উপমুখ্যমন্ত্রী ও ‘আরজেডি’ নেতা তেজস্বী যাদব, ‘এসএডি’ নেতা সুখবীর বাদল, ‘সিপিএম’ নেতা সীতারাম ইয়েচুরি ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়