শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০১:১৫ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের দাবি: শুল্কের হুমকি দেখিয়ে পাঁচটি যুদ্ধ থামিয়েছেন, শুল্ক থেকে আয় হচ্ছে 'ট্রিলিয়ন ডলার'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি যুদ্ধের পাঁচটি থামিয়েছেন শুল্ক আরোপের হুমকি দিয়ে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্কের মাধ্যমে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ (লাখ লাখ কোটি ডলার) আয় করছে; যা তার কথায় মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি।’

তিনি লেখেন, ‘আমরা বাইরের দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ট্রিলিয়ন ডলার নিচ্ছি। আমি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি সরাসরি থামিয়েছি, শুল্কের হুমকি দেখিয়ে-যদি তারা লড়াই থামাতে না চায় অথবা শুরু করে।’

এছাড়া পূর্বসূরি জো বাইডেনকে নিশানা করে ট্রাম্প দাবি করেছেন, এখন প্রায় ‘কোনো মুদ্রাস্ফীতি নেই’; যা তার কথায় ‘স্লিপি জো বাইডেন’-এর (ঘুমকাতুরে) অধীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ছিল।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লিওনার্দ লিও, কোচ এবং ওইসব দেশ যারা বছরের পর বছর নিজেদের শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা আর আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না।’

তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ‘সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত’ অবস্থায় রয়েছে। তার কথায়, এর পেছনের মূল কারণগুলো হলো, ‘নভেম্বর ৫’, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও ‘শুল্ক’।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়